ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ মার্চ ২০১৭

বিজ্ঞান কণিকা

ডিজিটাল হোয়াইট বোর্ড স্মার্টফোন বা ট্যাবলেটে আঁকা ছবি বড় করে আঁকতে পারে ডিজিটাল হোয়াইট বোর্ডটি। ওয়াইফাই প্রযুক্তি সুবিধার বোর্ডটি হাতে লেখা তথ্যও হুবহু প্রদর্শন করতে পারে। জোটো রোবটিক হোয়াইট বোর্ডটির দাম ২০০ ডলার। ডিসেম্বরে বাজারে আসবে। সূত্র : ডেইলি মেইল থ্রিডি প্রিন্টারে তৈরি পনির টাটকা দুধ থেকে পনির তৈরি সহজ কাজ নয়। তবে চিন্তার কিছু নেই, ব্যবহারকারীদের চাহিদামতো অল্প সময়ের মধ্যেই পনির তৈরি করে খাওয়াবে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারটি। পনিরগুলো খেতেও মন্দ নয়। পরীক্ষামূলকভাবে থ্রিডি প্রিন্টারটিতে পনির তৈরি করে সফলও হয়েছেন আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ কর্কের একদল বিজ্ঞানী। সূত্র : সায়েন্স ডেইলি সানগ্লাসে অর্থ পরিশোধ রোদ থেকে রক্ষার পাশাপাশি ক্রেডিট-ডেবিট কার্ডের আদলে অর্থ-পরিশোধেরও সুযোগ রয়েছে বিশেষ এই সানগ্লাসে। নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিনির্ভর বিশেষ সানগ্লাসটি তৈরি করেছে আন্তর্জাতিক আর্থিক সেবাপ্রতিষ্ঠান ভিসা। পরীক্ষামূলকভাবে ৫০টি সানগ্লাস বাজারে ছেড়েছে তারা। সূত্র : বিবিসি
×