ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে সাংবাদিকের উপর ইজারাদারের লোকজনের আক্রমন

প্রকাশিত: ২১:৪৯, ৬ জুলাই ২০১৬

শিমুলিয়া ঘাটে সাংবাদিকের উপর ইজারাদারের লোকজনের আক্রমন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাটে সাংবাদিক এম.তরিকুল ইসলামের উপর হামলা হয়েছে। সিবোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশ করায় এ হামলা চালায় ঘাট ইজারাদার আশরাফ হোসেনের লোকজন। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক নের্তৃবৃন্দ জানতে পেরে তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসা দেয়া হয়েছে। একটি দৈনিকে ‘শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় ’ শিরোনামে গতকাল মঙ্গলবার সংবাদ হয়। এতে সিবোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিস্তারিত বর্ণণা প্রকাশ পায়। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে ঘাট ইজারাদার আশরাফ হোসেনের লোক কান্দি পাড়ার মোতালেবে হোসেনের পুত্র ছাব্বির হোসেন (২২) ও তার দলদল স্থানীয় বিক্রমপুর প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তাকে মাওয়া ঘাটের একটি হোটেলে জিম্মি করে রাখে। সাংবাদিক তরিকুল কৌশলে বিষয়টি বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ খানকে জানালে তিনি তাৎক্ষনিক পুলিশকে জানান। একই সঙ্গে ঘটনাটি মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলকে অবহিত করলে তিনিও পুলিশের উর্ধতণ কর্মকর্তাদের সাথে কথা বলেন। পুলিশ শিমুলিয়া ঘাটের একটি হোটেল থেকে সাংবাদিক তরিকুলকে জিম্মিদশা থেকে উদ্ধার করে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান এবং লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদারকে অবিহিত করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মুন্সীগঞ্জের সাংবাদিক সমাজ। মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল বলেন, সাংবাদিক পিটিয়ে নিজেদের অপকর্ম ঢাকা যায়না। বরং তাতে তার অতীত কর্ম মনে করিয়ে দেয়। এ ধরণের হামলা করে সাংবাদিকদের দমানো যাবেনা। বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ খান বলেন, যে ন্যাক্কার জনক ঘটনা ঘটানো হয়েছে তার নিন্দা করার ভাষা নেই। কেবল সন্ত্রাসীদের পক্ষেই এ ধরণের কাজ করা সম্ভব। তবে সাংবাদিক সমাজ দুর্বল নয়। এক জন সাংবাদিককে মেরে ঘাটের দুর্নীতি মাটি চাপা দেয়া যাবেনা। এখন থেকে ঘাট নিয়ে আরো ব্যাপক লেখা হবে। দেখি কতজন সাংবাদিকে ওরা পেটাতে পারে।পুলিশকে ধন্যবাদ তরিৎ ব্যবস্থা গ্রহনের জন্য। এ ঘটনার আরো নিন্দা জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রথম আলোর তানভীর হাসান, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের লৌহজং প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুলসহ মুন্সীগঞ্জের সাবাদিক নের্তৃবৃন্দ।
×