ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে মন্দিরের সেবায়েতকে কুপিযে হত্যা

প্রকাশিত: ১৮:২০, ১ জুলাই ২০১৬

ঝিনাইদহে মন্দিরের সেবায়েতকে কুপিযে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা মঠের শেবায়েত শ্যামানন্দ দাস বাবাজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স ৫০-৫৫ বছর হবে। আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে তিনি মঠের পাশে পুজোর ফুল তুলছিলেন। সেসময় মোটরসাইকেলযোগে ৩ দুর্বৃত্ত এসে তাকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। ক’দিন আগে পুরোহিত আনন্দ গোপাল হত্যাকান্ডের সাথে এ হত্যাকান্ডের মিল আছে বলে পুলিশ জানিয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, নিহত শ্যামানন্দ দাস বাবাজি নড়াইল সদর উপজেলার মুসুড়িয়া গ্রামের কিরন দাসের ছেলে। তিনি ৩ বছর আগে ঝিনাইদহের উত্তর কাষ্টসাগরা মঠে আসেন। এর পর থেকে মঠের শেবায়েত হিসাবে কাজ করেন। সকালে মঠে পুজো দেওয়ার জন্য পাশেই তিনি ফুল তুলছিলেন। সেসময় একটি কালো মোটর সাইকেলে ৩ দুর্বৃত্ত এসে তাকে উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। ন্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য, গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
×