ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে রেকর্ড পরিমান রাজস্ব আদায়

প্রকাশিত: ২১:৪৭, ১৯ মে ২০১৬

দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে রেকর্ড পরিমান রাজস্ব আদায়

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জতিক রেল বন্দরে ২০১৫-১৬ অর্থ বছরের আগেই রেকর্ড পরিমান রাজস্ব আদায় হয়েছে। বিগত ৫ বছরের লক্ষ্য মাত্রা ও আদায়ের চেয়ে এবার ২৪ গুণ বেশি রাজস্ব আদায় করেছে দর্শনা কাষ্টমস শুল্ক কতৃপক্ষ। রেকর্ড পরিমান রাজস্ব আদায়ের বিষয়টি দেশের অগ্রনী ভুমিকা পালনে ইতিবাচক হিসাবে দেখছেন দর্শনা আন্তজার্তিক রেল বন্দর কাষ্টমসের সহকারী কমিশনার আবুল ইসলাম। দর্শনা আন্তর্জাতিক কাষ্টমসের সুপার মোস্তফা কামাল চৌধুরী জানায়, দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ২০১৫-১৬ অর্থ বছরের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ২ কোটি ১৫ লক্ষ টাকা। এই অর্থ বছরের ১৯ মে পর্যন্ত দর্শনা রেল বন্দর রাজস্ব আদায় হয়েছে ৪৮ কোটি ২৪ লক্ষ ৩৩ হাজার ১ শত ৬ টাকা। যা লক্ষ্য মাত্রার চেয়ে ২৪ গুন বেশি রাজস্ব আদায় হয়েছে। দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে বিগত ২০১৪-১৫ অর্থ বছরে ১১ কোটি ১১ লক্ষ ৭৭ হাজার টাকা লক্ষ্য মাত্রা ধরা হয় । ওই বছরের আদায় হয়ে ছিল ৩ কোটি ৫ লক্ষ ৩২ হাজার ৬ শত ৫০ টাকা । ২০১৩-১৪ অর্থ বছরের ১৯৫ কোটি টাকা লক্ষ্য মাত্রা ধরা হয় । ওই বছরে আদায় হয়ে ছিল ১৯৩ কোটি ৯০ লক্ষ ৮৫ হাজার ৯ শত ৭৩ টাকা । ২০১২-১৩ অর্থ বছরে ৩২ কোটি টাকা লক্ষ্য মাত্রা ধরা হয়ে ছিল। ওই বছরে আদায় হয় ৪০ কোটি ৮৫ লক্ষ ২৩ হাজার ৯ শত ৪ টাকা । ২০১১-১২ অর্থ বছরে ৮ কোটি টাকা লক্ষ্য মাত্রা ধরা হয়। ওই বছরে ৮ কোটি ৪ লক্ষ ৩১ হাজার ৩ শত ৪৮ টাকা আদায় হয়। এই তুলনায় দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এবারের ২০১৫-১৬ অর্থ বছরের আগেই রেকর্ড পরিমান রাজস্ব আদায় হয়েছে।
×