ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রংপুরে কাল বৈখাশী ঝড় ॥ বজ্রপাতে গৃহবধু সহ ৬ গবাদী পশুর মৃত্যু

প্রকাশিত: ২২:১৫, ১৮ মে ২০১৬

রংপুরে কাল বৈখাশী ঝড় ॥ বজ্রপাতে গৃহবধু সহ ৬ গবাদী পশুর মৃত্যু

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে রংপুরের চার উপজেলার চার শতাধিক কাঁচা-আধাপাকা ঘরবাড়ি। উপরে পড়েছে সহশ্রাধিক গাছপালা। ঘর ও গাছ চাপায় আহত হয়েছেন ৪০ জন। বন্ধ ছিলো ১১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। এ ছাড়া বজ্রপাতে নিহত হয়েছে এক গৃহবধু ও ৬টি গবাদীপশু। নিহত গৃহবধু রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের শাল্টিরহাট ফুলচকি গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী সাইদা বেগম (৪৫)। আজ বুধবার সকাল ১০টায় বাড়ির গোয়াল ঘরে গরুকে খাদ্য দিতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার ৫টি ছাগল ও ১টি গরু মারা যায়।
×