ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে রংপুরে আওয়ামী লীগের ২১ চেয়ারম্যান বিজয়ী

প্রকাশিত: ১৮:৫৩, ৮ মে ২০১৬

ইউপি নির্বাচনে রংপুরে আওয়ামী লীগের ২১ চেয়ারম্যান বিজয়ী

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ চতুর্থ দফার ইউপি নির্বাচনে রংপুরের তিন উপজেলার কাউনিয়া, পীরগাছা ও মিঠাপুুকুরের ২৪ টি ইউনিয়নে শনিবার ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন শেষে গভীর রাতে বেসরকারীভাবে ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ২১, বিএনপি ২ ও জাতীয় পার্টি ১টিতে বিজয়ী হয়েছে। মিঠাপুকুর উপজেলারঃ ১০ ইউনিয়নেই আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের সকলেই চেয়ারম্যান নির্বাচিত হন। এরা হলেন খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ , রানীপুকুর ইউনিয়নে শফিকুল ইসলাম রাঙা , ভাংনী ইউনিয়নে কামরুল হাসান, বালারহাট ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, চেংমারী ইউনিয়নে আলহাজ্ব রেজাউল কবীর টুটুল, ময়েনপুর ইউনিয়নে মাহবুবুল হক, বালুয়া মাসিমপুর ইউনিয়নে ময়নুল হক, বড়বালা ইউনিয়নে সাহেব মিয়া সরকার, মিলনপুর ইউনিয়নে আব্দুল হালিম চৌধুরী এবং গোপালপুর ইউনিয়নে আমিরুল ইসলাম দীলিপ। কাউনিয়ার উপজেলারঃ- ৬ ইউনিয়নে ৫টি আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হন। এরা হলেন সারাই ইউনিয়নে আশরাফুল আলম (আওয়ামী লীগ), হারাগাছ ইউনিয়নে রকিবুল হাসান পলাশ (বিএনপি), কুর্শা ইউনিয়নে মোহাম্মদ হোসেন (আওয়ামী লীগ), শহীদবাগ ইউনিয়নে আব্দুল হান্নান (আওয়ামী লীগ), বালাপাড়া ইউনিয়নে আনছার আলী (আওয়ামী লীগ), টেপামধুপুর ইউনিয়নে শফিকুল ইসলাম (আওয়ামী লীগ)। পীরগাছা উপজেলাঃ- ৮ ইউনিয়নে ৬টিতে আওয়ামী লীগ,১টিতে বিএনপি ও ১টিতে জাতীয়পাটির চেয়ারম্যান প্রার্থীরা বিজয় লাভ করে। এরা হলেন পারুল ইউনিয়নে আবুল কালাম আজাদ খান (আওয়ামী লীগ), ইটাকুমারী ইউনিয়নে আব্দুল কাদের প্রধান (জাতীয় পার্টি), অন্যদা নগর ইউনিয়নে আমিনুল ইসলাম (আওয়ামী লীগ), ছাওলা ইউনিয়নে শাহ আব্দুল হাকিম (আওয়ামী লীগ), তাম্বুলপুর ইউনিয়নে রওশন জামিল সরদার (আওয়ামী লীগ), পীরগাছা ইউনিয়নে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রেজা (বিএনপি), কৈকুড়ি ইউনিয়নে শফিকুল ইসলাম লেবু মন্ডল (আওয়ামী লীগ), কান্দি ইউনিয়নে নজরুল ইসলাম খান (আওয়ামী লীগ)।
×