ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে আ’লীগে পাল্টাপাল্টি হামলা

প্রকাশিত: ০৬:২৫, ১৯ মার্চ ২০১৬

ঝালকাঠিতে আ’লীগে পাল্টাপাল্টি হামলা

নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডুমুরিয়া গ্রামে একটি বসতবাড়ি ও ডুমুরিয়া বাজারের দুটি দোকানে ভাংচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর শুক্কুর মোল্লার কর্মী-সমর্থকরা বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম মিয়ার ভোটার-সমর্থক সন্দেহে এই হামলা চালিয়েছে। এই গ্রামের সুজন বিশ্বাসের বাড়িতে হামলা চালানো হয়। ১৫-২০ জনের একটি দল মোটরসাইকেলে এসে বাড়িঘর ভাংচুর করে এবং বাড়ির সমনে গরিব টেম্পোচালক মিঠু হালদারের রাখা একটি অটোরিক্সাও ভাংচুর করে। এর পর ডুমুরিয়া বাজারে জোসনা সমদ্দারের দোকানে এবং পার্শ¦বর্তী নৃপেন ম-লের দোকানে হামলা চালিয়ে নৃপেন ম-লকে মারধর করে। অন্যদিকে ভীমরুলী গ্রামে এই এলাকার বিদ্যালয়ের শিক্ষক ও কীর্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদারের সঙ্গে তর্কবিতর্ক হয়। ভীমরুলী এলাকাবাসী ডুমুরিয়ায় হামলার পর তার এলাকায় হামলা হওয়ার আশঙ্কায় সারারাত জেগে পাহারা দেয়। অটোচালক মিঠু হালদার জানান, তিনি লোন নিয়ে অটো কিনে সংসারের ভরণ-পোষন নির্বাহ করতেন। এই বাড়ির সামনে রাতে অটোটি রেখে গিয়েছিলেন। সুজন বিশ্বাসের স্ত্রী কাকতী বিশ্বাস জানান, রাত সাড়ে ৯টায় বাড়ির সামনে ১৫-২০ জন লোক আসে এবং তারা বাড়ির মধ্যে ঢুকে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাংচুর করে ও গালাগালি করে চলে যায়।
×