ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরা স্থাপনে ইসলামী ব্যাংকের অনুদান

প্রকাশিত: ০৪:১০, ২৪ ডিসেম্বর ২০১৫

সিসি ক্যামেরা স্থাপনে ইসলামী ব্যাংকের অনুদান

রাজধানীর গুলশান-বনানী আবাসিক এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের জন্য ৫০ লাখ টাকা দিয়েছে ইসলামী ব্যাংক। গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মুস্তাফা আনোয়ারের কাছে থেকে ৫০ লাখ টাকার চেক গ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ল এ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির পক্ষে এ চেক গ্রহণ করেন। এ সময় বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া দিলান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন চাষীরা নড়াইলে চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন চাষীরা। মানসম্মত পোনার সঙ্কট, খাবারের মূল্যবৃদ্ধি এবং উৎপাদনের পর মাছের ন্যায্য মূল্য না পাওয়ায় দিন দিন কমে যাচ্ছে চিংড়ি চাষ। ঘের মালিকরা বলছেন, সম্ভাবনাময় এ শিল্পকে বাঁচাতে দরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার। ৯০ দশকের প্রথমদিকে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে শুরু হয় গলদা চিংড়ির চাষ। এ সময় দাম ভাল পাওয়ায় সাধারণ চাষীরাও ঝুঁকে পড়েন চিংড়ি চাষে। তবে দুই যুগ পর পাল্টে গেছে চিত্র। প্রাকৃতিক উৎসে রেণু আহরণ নিষিদ্ধ হওয়ায় মিলছে না মানসম্মত পোনা। আর তাই চাষীদের নির্ভর করতে হচ্ছে হ্যাচারির ওপর। এ অবস্থায় মানসম্মত রেণু পোনার সঙ্কটের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে খাবারের দামও। -অর্থনৈতিক রিপোর্টার
×