ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে কনকনে ঠান্ডায় জনজীবনে কষ্ট

প্রকাশিত: ২৩:২৭, ১৯ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটে কনকনে ঠান্ডায় জনজীবনে কষ্ট

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ উরাঞ্চলের জেলা লালমনিরহাটে শীতের তীব্রতায় স্বল্প আয়ের ও দিনমজুর শ্রেনির কৃষি শ্রমিকের জীবনে বিপর্য নেমে এসছে। কন কনে ঠান্ডায় তারা ফসলের মাঠে ঠিকমত কৃষি শ্রমের কাজ করতে পারছে না। রবিশষ্যের এই ভরা মৌসুমে অলস সময় কাটাতে বাধ্য হতে হচ্ছে। মঙ্গা নেই। তবে প্রকৃতি বৈরী আচরণ করছে। এবারে কয়েক বছরের তুলনায় অগ্রিম ঘন কয়াশা ও কন কনে ঠান্ডা পড়েছে। লালমরিহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আজম হোসেন জানান, তীব্র শীতের কারনে শিশু, বৃদ্ধ ও বৃদ্ধারা নানা ঠান্ডাজর্নিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। শনিবার লালমনিরহাট ১০ শষ্যার শিশু ইউনিটে ভর্তি রয়েছে ২১ জন। আউটডোরে চিকিৎসা দেয়া হয়েছে প্রায় দুই শতাধিক শিশুকে। এদের সকলেই প্রায় ঠান্ডাজর্নিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছ। একই অবস্থা বৃদ্ধ ও বৃদ্ধাদের । তবে পরিবারের স্বজনরা একটু সচেতন হলেই শিশু ও বয়ঃবৃদ্ধাদের ঠান্ডাজর্নিত সমস্যা প্রতিরোধ সম্ভব। শীতের মৌসুমে বাতাসে আদ্রতা কম থাকে। তাই ধূলাবালুর পরিমান বাতাসে বেশী থাকে। ঠান্ডাও একটু বেশী থাকে। শিশু ও বয়ঃবৃদ্ধাদের ধূলাবালুতে এড়িয়ে চলা ভাল। শীত হতে রক্ষা পেতে গরম কাপড় পড়ে থাকতে পরার্মশ দেয়। স্যাঁত স্যাঁতে জায়গায় পরিহার করা প্রয়োজন।
×