ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় শহর বিএনপির জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ২১:৫৩, ৭ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় শহর বিএনপির জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর শাখার উদ্যোগে শনিবার ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা। জেলা বিএনপির কার্যালয়ে শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনিপর সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজা, সাধারণ সম্পাদক গাওছুল আযম ডলার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মাহমুদুন্নবী টিটুল, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, আলমগীর সাদুল্যা দুদু, কামরুল হাসান সেলিম, ফিরোজ আলম বাবু, আব্দুর রাজ্জাক ভুটটু, মোস্তাক আহমেদ ডলার, শাকিল ইসলাম পাপুল, মোশাররফ হোসেন বাবু, হারুন অর রশিদ রাহাত, রফিকুল ইসলাম লুলু, মোকছেদুর রহমান মোকসেদ, ফরহাদ আলম ডাবলু, আমান উল্যা চৌধুরী সাজু, তারেকুজ্জামান তারেক, খন্দকার আল আমিন, জাহিদুন্নবী তিমু, খান ওয়াহেদ সুজন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম খোকা প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি এবং গাইবান্ধা জেলার বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু, মোর্শেদ হাবীব সোহেলসহ সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, দেশের জনগণের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
×