https://es.uinsgd.ac.id/vendor/https://febi.uinsgd.ac.id/official/gacor/https://bki.uinsgd.ac.id/resmi/https://bki.uinsgd.ac.id/situstoto/https://agrotekconference.uinsgd.ac.id/gacor/https://bki.uinsgd.ac.id/luar/https://sso.umk.ac.id/public/mail/https://inspektorat.banjarkab.go.id/macau/https://inspektorat.banjarkab.go.id/category/pulsa/https://inspektorat.banjarkab.go.id/macau/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/qris/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/pulsa/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/gacor/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/dana/https://organik.tebingtinggikota.go.id/produk/ks/https://dpmptsp.pulangpisaukab.go.id/berita/gm/https://organik.tebingtinggikota.go.id/produk/luar/https://organik.tebingtinggikota.go.id/pulsa/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/luar/https://dema.iainptk.ac.id/wp-content/toto-slot/https://dema.iainptk.ac.id/wp-content/config/https://dema.iainptk.ac.id/wp-content/jpg/https://dema.iainptk.ac.id/wp-content/tmb/https://dema.iainptk.ac.id/wp-content/kmb/https://dema.iainptk.ac.id/wp-content/amp/https://dema.iainptk.ac.id/wp-content/restore/https://dema.iainptk.ac.id/wp-content/vendor/https://dema.iainptk.ac.id/wp-content/file/https://dema.iainptk.ac.id/wp-content/vps-root/https://dema.iainptk.ac.id/wp-content/files/https://dema.iainptk.ac.id/wp-content/json/https://dema.iainptk.ac.id/scholar/https://dema.iainptk.ac.id/wp-content/data/https://dema.iainptk.ac.id/assets/https://dema.iainptk.ac.id/root/https://dema.iainptk.ac.id/wp-content/assets/https://dema.iainptk.ac.id/wp-content/nc_plugin/https://152.42.212.40/https://websitenuri77.blog.fc2.com/
দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং  পাচ্ছে কারা

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাচ্ছে কারা

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব কারা পাচ্ছে- এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। বহুল প্রতীক্ষিত এই টার্মিনাল চালুর সময় যত এগিয়ে আসছে ততই সবার কৌতূহলী প্রশ্ন কারা এখানে অগ্রাধিকার পাবে। বিমান নাকি জাপান এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় বরাবরই বলে আসছে, জাপানই করবে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। তবে জাপান এখন কাকে সঙ্গে নিয়ে এই কঠিন দায়িত্বটা পালন করে সেটাই দেখার বিষয়। জাপান এখন সেদিকেই হাঁটছে। যোগ্য কোনো কোনো কোম্পানির সঙ্গে অংশীদার হতে পারে। সেজন্যই ঢাকায় বিমানসহ কয়েকটি বিদেশী কোম্পানির দৌড়ঝাঁপ চলছে।

বিএনপি সব সময় ভোটাধিকার হরণ করেছে

বিএনপি সব সময় ভোটাধিকার হরণ করেছে

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সকল নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসহ সব অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকারসহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না। বিএনপির সমালোচনা করে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবসময় ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে। যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘœ করতে অর্ধ কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল। আবার ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা অভিযোগ করে তিনি বলেন, তারা রাষ্ট্রক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট-তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের ললাটে পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কলেপণ করেছিল। ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন-দুঃশাসনের ফলে দেশের জনগণকে দুঃসহ জীবনযাপন করতে হতো।

SomajVabna
IFIC
IFIC
জিম্বাবুইয়েকে সহজেই  হারাল টাইগাররা 

জিম্বাবুইয়েকে সহজেই  হারাল টাইগাররা 

সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং জেতা সহজ হবে না এমনটাই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগেই বলেছেন। এমনকি লড়াইয়ের আশাবাদ জিম্বাবুইয়ের অধিনায়ক সিকান্দার রাজাও ব্যক্ত করেছেন। তবে সেই জিম্বাবুয়ে শুক্রবার সিরিজের প্রথম টি২০-তে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। শুক্রবার বাংলাদেশী বোলারদের দাপটে বিপর্যস্ত হয়ে ২০ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। যদিও ৪১ রানে ৭ উইকেট হারানোর পর ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা অষ্টম উইকেটে ৭৫ রানের রেকর্ড জুটি গড়েছেন বলেই বড় লজ্জা এড়িয়েছে সফরকারীরা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন পেস দাপট দেখিয়ে ৩টি করে উইকেট তুলে নিয়ে বিপর্যস্ত করেন জিম্বাবুইয়েকে। জবাবে দুই দফা বৃষ্টিতে বাধা পেলেও অভিষিক্ত তানজিদ হাসান তামিমের ঝড়ো অর্ধশতকে ১৫.২ ওভারে ২ উইকেটে ১২৬ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। তানজিদ ৪৭ বলে ৮ চার, ২ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন।  টস জিতে আগে জিম্বাবুইয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উভয় দলে একজন করে ওপেনার অভিষেক ক্যাপ পান। টি২০-তে জিম্বাবুইয়ের ৭৭তম খেলোয়াড় হিসেবে জয়লর্ড গাম্বি ও বাংলাদেশের ৯০তম প্লেয়ার হিসেবে তানজিদ হাসান তামিম অভিষেক ক্যাপ পেয়েছেন। বাংলাদেশী বোলাররা প্রথম থেকেই বিধ্বংসী রূপে আবির্ভূত হন। শুরুটা করেন অফস্পিনার শেখ মেহেদি হাসান দ্বিতীয় ওভারে। তিনি বোল্ড করেন ক্রেইগ আরভিনকে (০)। দ্বিতীয় উইকেটে গাম্বি ও ব্রায়ান বেনেট ২৮ রান যোগ করেন ২২ বল থেকে। কিন্তু পরবর্তী ১৭ বলে ঝড় বইয়ে গেছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে। শেখ মেহেদির অফস্পিন আর তাসকিন-সাইফউদ্দিনের ডানহাতি পেসে তছনছ হয়ে সফরকারীরা মাত্র ৫ রানেই ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে। চার জন শূন্য রানেই সাজঘরে ফেরেন যার মধ্যে ৩ ব্যাটার প্রথম বলেই আউট হন। তাই ৭.৪ ওভারে ৪১ রানে ৭ উইকেট খুইয়ে ল-ভ- হয় জিম্বাবুইয়ে। তবে বাংলাদেশী বোলার-ফিল্ডারদের হতাশ করেছেন উইকেটরক্ষক ব্যাটার মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। ৬৫ বলে ৭৫ রানের রেকর্ড জুটি গড়েন তারা। দেশের পক্ষে অষ্টম উইকেটে এটাই সেরা জুটির রেকর্ড তাদের। এর আগে জিম্বাবুইয়ের পক্ষে অষ্টম উইকেটে সেরা জুটি ছিল কাইল জারভিস ও রিচমন্ড মুতুম্বামির ৫৮ রান। সেটিও বাংলাদেশের বিপক্ষে এই চট্টগ্রামে ২০১৯ সালে। তবে এটি আন্তর্জাতিক টি২০-তে যৌথভাবে দ্বিতীয় সেরা অষ্টম উইকেট জুটি। ২০১৫ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্কটল্যান্ডের প্রেস্টন মমসেন ও সাফাইয়ান শরীফ অষ্টম উইকেটে ৮০ রানের জুটির বিশ^রেকর্ড গড়েন। আর গত বছর নমপেনে কম্বোডিয়ার বিপক্ষে অষ্টম উইকেটে সিঙ্গাপুরের আমজাদ মাহবুব ও রাউল শর্মা ৭৫ রানের জুটি গড়েন।  মাদান্দে-ওয়েলিংটনের কীর্তিতে সম্মানজনক পুঁজিতে পৌঁছে জিম্বাবুইয়ে। মাদান্দে ৩৯ বলে ৬ চারে ৪৩ রান করে বোল্ড হন ১৯তম ওভারে তাসকিনের পেসে। ইনিংসের শেষ বলে ওয়েলিংটন ৩৮ বলে ২ চার, ২ ছয়ে ৩৪ করে রানআউট হলেও ২০ ওভারে ১২৪ রান তোলে অলআউট জিম্বাবুইয়ে। দীর্ঘ ১৮ মাস পর ফিরে রঙ্গিন সাইফ উদ্দিন ১৫ রানে, তাসকিন ১৪ রানে ৩টি করে উইকেট নেন। উভয়ে ৪ ওভার বোলিং করে ১৫টি করে ডট বল করেন এবং শেখ মেহেদি ৪ ওভারে ১ মেডেনে ১৬ রানে ২ উইকেট নেন। জবাব দিতে নেমে বাংলাদেশ ৩ ওভারে ১ উইকেটে ১০ রান তুলতেই বৃষ্টি নামে। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির  পেসে বোল্ড হন লিটন কুমার দাস (১)। রিচার্ড এনগ্রাভাও বেশ দুর্দান্ত বোলিং করেন প্রথম থেকেই। তাই রান তুলতে হিমশিম খেয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা আধাঘণ্টা বন্ধ থাকলেও অবশ্য ম্যাচের দৈর্ঘ্য কমেনি। এর পর লড়াই শুরু করে বাংলাদেশ। তানজিদ মারমুখী হয়ে ওঠেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৫ রান ওঠে। তবে ৭.২ ওভারে ১ উইকেটে ৪৪ রান করার পর দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ১৫ মিনিট পর খেলা পূর্ণ দৈর্ঘ্যইে শুরু হয়।

গাজা পুনর্গঠনে লাগবে ৮০ বছর

গাজা পুনর্গঠনে লাগবে ৮০ বছর

এই মুহূর্তে যদি গাজায় যুদ্ধবিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট ও আগেকার অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হয়, সেক্ষেত্রে উপত্যকাকে ৭ অক্টোবরের হামলার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে ৮০ বছর। যদি পুনর্নির্মাণ ও পুনর্গঠনের কাজের গতি স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি উন্নীত করা হয়, তাহলেও উপত্যকাকে আগের মতো বসবাসযোগ্য করে তুলতে ২০৪০ সাল পেরিয়ে যাবে। খবর আলজাজিরা অনলাইনের। বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিবিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।

 মৌসুমেই চড়া দামে কিনতে হচ্ছে আলু-পেঁয়াজ

 মৌসুমেই চড়া দামে কিনতে হচ্ছে আলু-পেঁয়াজ

এবার উৎপাদন মৌসুমেই চড়া দামে বিক্রি হচ্ছে দুই নিত্যপণ্য আলু ও পেঁয়াজ। দাম বেড়ে প্রতি কেজি আলু মানভেদে ৫৫-৬০ এবং পেঁয়াজ ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বর্তমান এই সময়ে আলু ও পেঁয়াজ কৃষকের ঘরে উঠছে। একইভাবে উপকারি সবজিখ্যাত কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি মানভেদে ৬০-৭০ টাকায়। তীব্র তাপপ্রবাহের কারণে পেঁপের দাম এ বছর সর্ব রেকর্ড ভঙ্গ করেছে। নিত্যপণ্যের বাজারে আদা, ভোজ্যতেল, সবজি ও মাছ-মাংসের দাম বাড়লেও কমেছে ডিম, চিনি ও ময়দার। চাল, ডাল, আটাসহ অন্যন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, যাত্রাবাড়ী বাজার, মুগদা বড়বাজার এবং মালিবাগ রেলগেট কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের দর-দামের এসব তথ্য পাওয়া গেছে।

বিদ্যুৎ ও গ্যাসের দাম ফের বাড়ানোর প্রস্তাব

বিদ্যুৎ ও গ্যাসের দাম ফের বাড়ানোর প্রস্তাব

আগামী বাজেট সামনে রেখে ভর্তুকি কমাতে বিদ্যুৎ ও গ্যাসের দাম ফের  বাড়ানোর প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তবে এই সমন্বয় যাতে আরও যুযোপযোগী করা যায় সেই বিষয়েও তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ সফরকারী দল বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।  আগামী বাজেট ও জুন মাসে আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি প্রদানের আগে সংস্থাটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। আগামী ৮ মে পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং অধিদপ্তরের সঙ্গে বৈঠক করবে সফররত প্রতিনিধি দলটি। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করা হয়। বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠকে ভর্তুকি কমিয়ে আনতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর লক্ষ্যে ফের প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্যাংকে বিশেষ পরিদর্শন কমেছে ৪৭ শতাংশ

ব্যাংকে বিশেষ পরিদর্শন কমেছে ৪৭ শতাংশ

বাংলাদেশের ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও উচ্চ খেলাপি ঋণসহ নানা অনিয়ম নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। বৈঠকে ব্যাংক খাতের অনিয়ম-দুর্নীতি ও ঋণ কেলেঙ্কারি ঠেকাতে ব্যাংকগুলোতে পরিদর্শন বাড়ানোর তাগিদ দিয়েছে তারা। একই সঙ্গে ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য ও এর ওপর করা পরিদর্শনের প্রতিবেদনগুলো গ্রাহকদের জন্য উন্মুক্ত করতেও পরামর্শ দিয়েছে আইএমএফ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে, বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে যোগ দেয়ার পর ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শন কমে প্রায় অর্ধেকে নেমেছে। জানা গেছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম শনাক্তকরণে কাজ করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি)। এ ছাড়া এফআইসিএসডি হল বাংলাদেশ ব্যাংকের একমাত্র ডিপার্টমেন্ট যেখানে গ্রাহকসহ প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীও তাদের ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারেন।