ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বজয়ের সঙ্গে কোন কিছুর তুলনা হয় না ॥ বিসিবি সভাপতি

প্রকাশিত: ১১:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বজয়ের সঙ্গে কোন কিছুর তুলনা হয় না ॥ বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার ॥ যুব বিশ্বকাপ জয়ের পর থেকে একটি প্রশ্নই উঠেছে, আগামীতে কী হবে যুবাদের? হারিয়ে যাবেন নাতো? বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বা তাদের নিয়ে কী পরিকল্পনা করছে? বুধবার বিশ্বচ্যাম্পিয়নরা দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান যুবাদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। তাদের নিয়ে অনুর্ধ-২১ দল গঠন করা হবে বলে জানান। বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিশ্ব জয়ের সঙ্গে কোন কিছুরই তুলনা হয় না। কোনভাবেই না। এটা অনেক বড় প্রাপ্তি। ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন। আমরা এই অর্জন উপভোগ করতে চাই। আগামীতে এ ক্রিকেটারদের নিয়ে বড় পরিকল্পনা করছি। অনুর্ধ-১৯ ক্রিকেটারদের নিয়ে আমরা অনুর্ধ-২১ দল গঠন করব। দুই বছরের জন্য এ ক্রিকেটারদের স্কলারশিপের আওতায় রাখা হবে। প্রতি মাসে ১ লাখ টাকা করে দেয়া হবে ক্রিকেটারদের। দুই বছরের মধ্যে এ ক্রিকেটারদের আরও ভাল করে গঠন করে ভাল ফলের আশা করছি। আমরা এ ক্রিকেটারদের দিয়েই ভবিষ্যত জাতীয় দলের ভাবনা করছি। এ জন্য বাজেটের কোন বিষয় নেই। যত টাকা লাগবে তা কাজে লাগাব। বিদেশী কোচ, ট্রেইনার, সব স্থানে সেরা সব কোচদের নেব। বিদেশে প্রচুর পরিমাণে সফর করাব। যেন ভাল ফল মিলে।’ বিসিবি সভাপতি ক্রিকেটারদের গণসংবর্ধনা নিয়েও জানান, ‘এ সপ্তাহেই গণসংবর্ধনা দেয়ার কথা হয়েছিল। এ শুক্রবারেই তা দেয়ার কথা হয়েছিল। কিন্তু আগামী সপ্তাহে তা নেয়া হয়েছে। মাত্রই ক্রিকেটাররা আসল। একটু সময় নিয়ে সেই সংবর্ধনা দেয়া হবে। আগামী সপ্তাহে কোনদিন তা দেয়া হবে, তা জানিয়ে দেয়া হবে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন রুমে বিসিবি সভাপতি যখন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন, তখন যুব দলের অধিনায়ক আকবর আলীও থাকেন। তিনি বলেন, ‘যে আনন্দ, উল্লাস, উৎসব দেখেছি, তাতে আমরা আনন্দিত। অভিভূত। আমাদের জন্য দোয়া করবেন। যেন আগামীতে আরও বড় কিছু দিতে পারি। সবসময় আমাদের সমর্থন করবেন।’ যুব দলের প্রধান কোচ শ্রীলঙ্কান নাভিদ নেওয়াজও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘গত দুই বছর ধরেই এদের নিয়ে কাজ করা হয়েছে। অসাধারণ খেলেছে তারা। তাদের কাছ থেকে যেভাবে চাওয়া হয়েছে মিলেছে। তাদের ভবিষ্যত উজ্জ্বল। তবে এ জন্য সঠিক পরিকল্পনা দরকার। যা বোর্ড অবশ্যই নেবে।’ যুব দলের ট্রেইনার ও স্ট্রেন্থ কোচ ইংল্যান্ডের রিচার্ড স্টোনিয়ের স্টেডিয়ামে এত মানুষের সমাগম দেখে বিস্মিত। তিনি বলেন, ‘এত আয়োজন। এত মানুষ! অকল্পনীয়। তা দেখে অনেক ভাল লেগেছে। বিশ্বচ্যাম্পিয়ন দলের একজন হতে পেরে আমি গর্বিত।’
×