ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্যামসাং ওপেনে বেনচিচের পরাজয়

প্রকাশিত: ১২:১৪, ১১ এপ্রিল ২০১৯

স্যামসাং ওপেনে বেনচিচের পরাজয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্যামসাং ওপেনের শুরুতেই হেরে গেলেন বেলিন্ডা বেনচিচ এবং কার্লা সুয়ারেজ নাভারো। প্রথম রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে পরাজিত করেন এ্যান্তোনিয়া লোটনার। দিনের আরেক ম্যাচে পোলোনা হার্কোগ পরাজয়ের স্বাদ উপহার দেন স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে। তবে বেনচিচ-সুয়ারেজের হারের দিনে দারুণ জয়ে টুর্নামেন্টের দি¦তীয় রাউন্ডের টিকেট কেটেছেন তৃতীয় বাছাই ভিক্টোরিয়া কুজমোভা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে অবস্থান বেলিন্ডা বেনচিচের। অন্যদিকে এ্যান্তোনিয়া লোটনারের অবস্থান ১৮২। র‌্যাঙ্কিংয়ের হিসেবে তাদের যোজন যোজন দূরত্ব। কিন্তু সম্পর্কে একে অপরের খুব কাছের বান্ধবী। কেননা জুনিয়র পর্যায়ে জুটি বেঁধে যে একে অপরের সঙ্গে অনেকবার খেলেছেন। তবে মঙ্গলবার যখন একে অপরের প্রতিপক্ষ হিসেবে কোর্টে নামেন তখন ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল বেলিন্ডা বেনচিচের। কিন্তু কোর্টের লড়াইয়ে দেখা গেল তার ব্যতিক্রম চিত্রনাট্য। শীর্ষ বাছাই বেলিন্ডা বেনচিচকে হারিয়ে দিলেন লোটনার। স্যামসাং ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার জার্মান বাছাই এ্যান্তোনিয়া লোটনার ৭-৫ এবং ৬-২ গেমে পরাজিত করেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে। সেই সঙ্গে ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচটাই জিতে নিলেন অখ্যাত এ্যান্তোনিয়া লোটনার। চলতি মৌসুমের মহিলা এককে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ১৬টি টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন ভিন্ন ভিন্ন ১৬ জন খেলোয়াড়। এই ১৬ জনের একজন বেলিন্ডা বেনচিচ। গত ফেব্রুয়ারিতে দুবাই চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে পরাজিত করেন সুইস তারকা। অথচ চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন কেভিতোভা। সেই কেভিতোভাকে হারিয়েই মহিলা এককে নতুন মৌসুমের প্রথম শিরোপায় চুমো আঁকেন বেলিন্ডা বেনচিচ। স্যামসাং ওপেনের শিরোপা জিতলে হয়তো নতুন একটা রেকর্ড গড়তে পারতেন সুইস তারকা। ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের চ্যাম্পিয়ন হওয়ার গতিপথটা থামিয়ে দিতে পারতেন তিনি। কিন্তু সেই যাত্রার শুরুতেই বেনচিচকে থামিয়ে দিলেন জার্মানির অখ্যাত খেলোয়াড়। এর ফলে নিজের দেশের সমর্থকদের হতাশা নিয়েই কোর্ট ছাড়তে হলো এবার।
×