ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বুন্দেসলিগার শীর্ষে উঠল বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ১১:১২, ৮ এপ্রিল ২০১৯

  বুন্দেসলিগার শীর্ষে উঠল বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় গত অর্ধযুগ ধরেই রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। তবে ২০১৮-১৯ মৌসুমের সূচনাটা খুব ভাল করতে পারেনি তারা। কিন্তু শুরুর সেই ধাক্কা ক্রমেই সামলিয়ে উঠেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার তো চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকেও রীতিমতো উড়িয়ে দিয়েছে বেয়ার্ন। নিজেদের মাঠে এদিন তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ডর্টমুন্ডকে। এই জয়ের ফলে জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে বেয়ার্ন মিউনিখ। ২৮ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার হারায় বেয়ার্নের সমানসংখ্যক ম্যাচ থেকে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৫৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তিনে রয়েছে আরবি লিপজিগ। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করেন রবার্ট লেভানডোস্কি। আর দুই গোল করে নতুন ইতিহাস গড়েন তিনি। বুন্দেসলিগার ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে জার্মান লীগে ২০০তম গোলের রেকর্ড গড়েছেন বেয়ার্ন মিউনিখের এই তারকা পোলিশ ফরোয়ার্ড। রেকর্ড গড়তে তারই সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকেই বেছে নিলেন লেভানডোস্কি।
×