ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

হতাশ সরফরাজ নেতৃত্ব ছাড়তেও প্রস্তুত

প্রকাশিত: ০৭:১৪, ৯ ডিসেম্বর ২০১৮

হতাশ সরফরাজ নেতৃত্ব ছাড়তেও প্রস্তুত

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের টেস্ট ইতিহাসে ৪৯ বছরে এই প্রথম হোম সিরিজে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। তাও আবার পয়মন্ত আরব আমিরাতে। যেখানে দলটির সাফল্যের রেকর্ড ইর্ষণীয়। আবুধাবিতে প্রথম টেস্টে ৪ রানের নাটকীয় হারে নিশ্চত জয়বঞ্চিত দলটি দুবাইয়ে ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল ইনিংস ও ১৬ রানে। সেই আবুধাবিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েও হার ১২৩ রানে। এসব যেন কেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব। কিছুদিন আগে এই আমিরাতেই এশিয়া কাপে ভরাডুবি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের। সবমিলিয়ে যারপরনাই হতাশ সরফরাজ আহমেদ প্রয়োজনে দলের নেতৃত্ব ছাড়তে প্রস্তুত। উইকেটের পেছনে, ব্যাটিংয়ে, নেতৃত্বে সময়টা মোটেই ভাল যাচ্ছে না। গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান ক্যাপ্টেন। ‘দল যখন এত খারাপ করে তখন অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। নতুন করে আমার ভূমিকা নিয়ে ভাবতে হবে। দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য কঠিন হবে। এই মুহূর্তে আমি যদি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি তাহলে আরও নেতিবাবক প্রভাব পড়বে। আমার সিদ্ধান্তের ভুলে কিংবা আমার কারণেই যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে। আমার থেকে ভাল যদি কেউ থেকে থাকে অবশ্যই তাকে টেস্ট অধিনায়ক করা উচিত।’ সংবাদ মাধ্যমকে বলেন, সরফরাজ। সেটি করা পাকিস্তানের জন্য আরও কঠিন। এই সিরিজেই টেস্ট থেকে অবসর নিয়েছেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। শঙ্কায় দুই অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি আর আসাদ শফিকের ক্যারিয়ারও। আবুধাবিতে প্রথম ইনিংসে তারা দু’জনই সেঞ্চুরি করেন, কিন্তু শেষদিনে এসে কা জ্ঞানহীন আউটে দলকে হারের মুখে ঠেলে দেন। ৪ রানে হেরে যাওয়া প্রথম টেস্টে মাত্র ১৭৬ রান তাড়া করতে গিয়েও তারা অত্যন্ত বাজেভাবে আউট হয়েছিলেন। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দলের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেয়ার কথা বলেছেন সরফরাজ, ‘প্রধান কোচ তার কাজটা করেছে। ব্যাটিং কোচ নিজের দায়িত্ব পালন করেছেন। এখন খেলোয়াড়দের দায়িত্ব মাঠে গিয়ে পরিকল্পনাটা ঠিক মতো বাস্তবায়ন করা। ভাল করতে হলে আমাদের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী হতে হবে। নতুন বলের বিপক্ষে যারা ব্যাটিংয়ের শুরু করছে তাদের ধারাবাহিক হতে হবে।’ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রীতিমতো নায়কে পরিণত হয়েছিলেন সরফরাজ। তারপর থেকেই চলছেন উল্টোরথে। গত মৌসুমের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ হারে পাকিস্তান। চলতি মৌসুমের শুরুটাও হয়েছে বাজে। পয়মন্ত আমিরাতে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সরফরাজ আহমেদের দল। টেস্টে টানা ব্যর্থতায় সরফরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তাইতো অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু পাকিস্তানের চ্যালেঞ্জিং দক্ষিণ আফ্রিকা সফর। ওদিকে পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান মহসিন খান সরফরাজের অধিনায়কত্ব নিয়ে সরাসরি মন্তব্য করেন। বোর্ড (পিসিবি) সরফরাজকে রাখবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারেননি তিনি। তবে পিসিবি নতুনভাবে অধিনায়কত্ব নিয়ে ভাবছে। নির্দিষ্ট একজন অধিনায়কের পরিবর্তে সিরিজ বাই সিরিজ বেসিসে অধিনায়কত্ব দেয়ার পক্ষে বোর্ড।
×