ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পৃথ্বীকে শচীনের ছায়া থেকে সরাতে চান কোহলি

প্রকাশিত: ০৭:৩০, ১২ অক্টোবর ২০১৮

পৃথ্বীকে শচীনের ছায়া থেকে সরাতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক মাতামাতি। অনেক আগে থেকেই পরবর্তী টেন্ডুলকর হিসেবে বিবেচনা করেছেন। আর অভিষেক টেস্টেই ১৩৪ রানের দারুণ একটি ইনিংস উপহার দিয়ে এখন তাকে সবাই ডাকাডাকি শুরু করেছেন ‘পৃথ্বী টেন্ডুলকর শ’ নামে। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি এটাকে অতিমাত্রায় রং ছড়ানোর সঙ্গে তুলনা করছেন। তিনি দাবি করেছেন কিংবদন্তি টেন্ডুলকরের সঙ্গে পৃথ্বীর তুলনা করা হলে প্রচ- চাপের মুখে পড়ে যাবে ১৮ বছর বয়সী এ তরুণ ওপেনিং ব্যাটসম্যান। এ কারণে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন পৃথ্বীকে এসব তুলনা থেকে বাঁচানোর। গত সপ্তাহে রাজকোট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় পৃথ্বির। ভারতের পক্ষে অভিষেকে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকানোর গৌরব দেখান তিনি। আর ভারতের টেস্ট ইতিহাসে অভিষেকে সেঞ্চুরি করার দিক থেকে টেন্ডুলকরের পরই অবস্থান পৃথ্বীর। স্কুল ক্রিকেট থেকেই তিনি বালক বয়সের টেন্ডুলকরের সঙ্গে তুলনীয় হন। মাত্র ১৪ বছর বয়সে মুম্বাই স্কুলের বিপক্ষে ৩৩০ বলে ৫৪৬ রান করে ওই নাম কুড়িয়েছিলেন পৃথ্বী। আর অভিষেক টেস্টে তার ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস দেখে অনেক ধারাভাষ্যকারই পৃথ্বিকে ‘বিস্ময় বালক’ বলে অভিহিত করেছেন। কিন্তু ভারতীয় অধিনায়ক কোহলি এসবে তেমন সন্তুষ্ট হতে পারছেন না। তিনি সবাইকে সতর্ক করেছেন যে ভারতের উচ্চাকাক্সক্ষী দর্শক-ভক্তদের খুব দ্রুতই পৃথ্বীর কাছে কিছু চাওয়া উচিত হবে না। তিনি বলেন, ‘আমরা সবাই তার জন্য খুবই খুশি। কিন্তু আমি মনে করি না তাকে এখনি কারও সঙ্গে তুলনা করা উচিত হবে। কিংবা এমন কোন অবস্থানে তাকে ঠেলে দেয়া উচিত হবে না যেখানে সে খুব চাপ অনুভব করে। ক্রিকেট উপভোগ করার মতো অবস্থানে তাকে থাকতে দেয়া দরকার। এর মাধ্যমেই সে আমরা যেমনটা ভাবছি তেমন একজন ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে পারবে। সেটা প্রথম টেস্টে ইতোমধ্যেই সে করে দেখিয়েছে। আর আমি আশা করছি সেটার পুনরাবৃত্তিও করে যাবে। কারণ সে খুব দক্ষ ছাত্র, তুখোড় মেধাবী এবং সে পরিস্থিতিসমূহ খুব ভালভাবেই বুঝতে পারে।’ শুধু পৃথ্বিই নয়, এই মুহূর্তে ভারতীয় দলে বেশ কয়েকজন তরুণ শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যেমন তিনি ২১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত ও ২৪ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার হনুমা বিহারীর কথাও বলেছেন। কোহলি দাবি করেন এই ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শীর্ষ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় থেকে যে কোন স্থায়ুচাপ কাটিয়ে ওঠার অনুশীলন করে ফেলেছে। কিন্তু এরপরও কোহলি বলেন, ‘যে কেউ যখন নিজ দেশের ক্যাপ মাথায় পরে নিজের মধ্যে আলাদা একটি চাপ অনুভব করে। তবে আমি বলব ১০-১৫ বছর আগেও এটার যে তীব্রতা ছিল এখন তেমনটা নেই। কারণ সে সময় এমন (আইপিএল) ধরনের ক্রিকেট প্রদর্শনী ছিল না। নানা ধরনের পরিস্থিতিতে তারা আইপিএলে খেলে এসেছে। প্রচুর মানুষের সামনে প্রচ- চাপের মুখে খেলেছে। সে কারণে বড় মঞ্চে তাদের নার্ভাস হওয়ার কারণ নেই। তাই আমি মনে করি এই ছেলেগুলো ভয়ভীতিহীন এবং প্রথম ম্যাচ থেকেই তারা দারুণ কিছু করতে সক্ষম।’ পৃথ্বীকে নিয়ে এখন সারাবিশ্বই দারুণ কিছু প্রত্যাশা করছে। তার দ্বিতীয় পরীক্ষা শুরু হবে আজ থেকেই।
×