ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বার্সিলোনা

প্রকাশিত: ০৪:৪৫, ১ মে ২০১৮

মেসির হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বার্সিলোনা

জাহিদুল আলম জয় ॥ সব অনুমিতই ছিল। মৌসুমের মাঝপথেই একপ্রকার নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ লা লিগার (২০১৭-১৮ মৌসুম) শিরোপা পুনরুদ্ধার করতে চলেছে বার্সিলোনা। অবশেষে সেটাই হয়েছে। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ডিপোর্টিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে লা লিগার ২৫তম শিরোপা জিতে নিয়েছে বার্সিলোনা। গত ১০ মৌসুমে এটি বার্সার সপ্তম শিরোপা। জয় দিয়ে বার্সার শিরোপা উৎসব করার পথে বেশ বাধা সৃষ্টি করেছিল করুনা। এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটে চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বার্সার জয় নিশ্চিত করেন সুপারস্টার লিওনেল মেসি। এর আগে আরেকটি গোল করায় শিরোপার সঙ্গে হ্যাটট্রিক আনন্দে ভেসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির হ্যাটট্রিকের আগে বার্সার গোলোৎসবের সূচনা করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। শিরোপা নিশ্চিত হলেও কাতালানরা বাকি চার ম্যাচেও অপরাজিত থেকে বিরল রেকর্ড গড়তে চায়। আরেক ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এখন মূলত শিরোপা খোয়ানো রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ‘দ্বিতীয়’ হওয়ার লড়াই। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে ট্রফি নিশ্চিত হয়েছে বার্সার। এর আগে কোপা ডেল রের ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সিলোনা। ফলে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছ থেকে লীগ শিরোপা ছিনিয়ে নিয়ে দুটি মেজর ট্রফি ঘরে তুলেছে আর্নেস্টো ভালভার্ডের দল। যদিও রোমার কাছে প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে নাটকীয় হারে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সা। লা করুনার মাঠে ম্যাচের শুরুতেই কুটিনহোর গোলে এগিয়ে যায় বার্সিলোনা। ৩৮ মিনিটে মেসির ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়। কিন্তু বিরতির ঠিক আগে লুকাস পেরেজের গোলে এক গোল পরিশোধ করে ডিপোর্টিভো। ৬৪ মিনিটে বার্সাকে অবাক করে দিয়ে তুরস্কের উইঙ্গার এমরে কোলাক স্বাগতিকদের সমতায় ফেরান। কিন্তু ৮২ ও ৮৫ মিনিটে লুইস সুয়ারেজের সহযোগিতায় মেসি লা লিগায় নিজের ৩০তম হ্যাটট্রিক পূরণের পাশাপাশি বার্সাকে লীগ শিরোপা উপহার দেন। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকোর চেয়ে ১১ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেছে বার্সা। এখন লীগের ইতিহাসে প্রথম কোন দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করার হাতছানি কাতালানদের সামনে। সপ্তাহের শুরুতে অবসরের ঘোষণা দেয়া বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা ম্যাচে সেরা একাদশে ছিলেন না। তার অনুপস্থিতিতে কুটিনহোর মাঠে নামাটা প্রত্যাশিতই ছিল। গোল করে কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন এই ব্রাজিলিয়ান। জানুয়ারিতে লিভারপুল থেকে বার্সায় আসার পর এটি তার তৃতীয় লা লিগা গোল। রেলিগেশন জোন থেকে রক্ষা পেতে হলে ডিপোর্টিভোর আরেকটি জয় প্রয়োজন ছিল। পেরেজের গোল অফসাইডের কারণে বাতিল না হলেও হয়ত তারা পিছিয়ে পড়ার কিছুক্ষণ পরই ফিরতে পারত। কিন্তু গোলের সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। ম্যাচে হারলেও ডিপোর্টিভো ভালই প্রতিরোধ গড়ে। ম্যাচ শেষের তিন মিনিট আগে মাঠে নামানো হয় ইনিয়েস্তাকে। এতেই বোঝা যায়, তাকে ছাড়া নিজেদের ধাতস্থ করতে চলেছে বার্সা। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন কাতালান ফুটবলাররা। বলার অপেক্ষা রাখে না, এই উৎসবের মধ্যমণি ছিলেন বিদায় নিতে যাওয়া তারকা ইনিয়েস্তা। ম্যাচ শেষে বার্সা মিডফিল্ডার সার্জিও বসকুয়েটস বলেন, আমরা প্রায় শতভাগ সফল একটি লীগ মৌসুমের দ্বারপ্রান্তে চলে এসেছি। আশা করছি অপরাজিত থেকেই লীগটা শেষ করতে পারব। এবারের মৌসুমটা আমাদের দারুণ কেটেছে। চ্যাম্পিয়ন্স লীগ বাদ দিলে দুটি বড় শিরোপা ঘরে এসেছে। এটা সত্যিই অসাধারণ।
×