ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ শিরোপা পিএসজির

প্রকাশিত: ০৬:৫৮, ২ এপ্রিল ২০১৮

টানা পাঁচ শিরোপা পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে ছাড়াই ফরাসী লীগ কাপের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শনিবার রাতে ফাইনালে উরুগুইয়ান তারকা এডিনসন কাভানির জোড়া গোল ও আর্জেন্টাইন মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়ার লক্ষ্যভেদে পিএসজি ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে। এটা লীগ কাপে পিএসজির টানা পঞ্চম শিরোপা। সবমিলিয়ে মোট আটবার এই আসরের শিরোপা জয় করেছে প্যারিসের পরাশক্তিরা। গত বছরের ফাইনালেও একই প্রতিপক্ষ মোনাকোর বিপক্ষে খেলছিল পিএসজি। সেবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল তারা। আগেরবারও দুই গোল করে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাভানি। এক বছর পরও জোড়া গোল করে নায়ক বনে গেছেন তিনি। ম্যাচের অস্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন কাভানি। শুরুতেই গোল পেয়ে তেতে ওঠে পিএসজি। তাই দ্বিতীয় গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২১ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন ডি মারিয়া। পিছিয়ে পড়েও গোলের জন্য মরিয়া ছিল মোনাকো। প্রথমার্ধেই গোলের দেখা পেয়ে যায় তারা। মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও হেডে গোলও করেন। কিন্তু ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে অফসাইডের কারণে ফ্যালকাও’র গোলটি বাতিল করে দেন মূল রেফারি। ফলে হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করতে হয় মোনাকোকে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণের পসরা সাজিয়ে বসে পিএসজি। কম যায়নি মোনাকোও। প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করে তারা। তবে শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় পিএসজিই। ৮৫ মিনিটে দলের পক্ষে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন কাভানি। লীগ কাপের শিরোপা জেতা পিএসজি লীগ ওয়ানেরও শিরোপা পুনরুদ্ধারের পথে আছে। তবে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়ায় কোচ উনাই এমেরি চাকরি হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্যারিসের ক্লাবটির দায়িত্বে তার জায়গায় আসতে পারেন জার্মান কোচ টমাস টুখেল। পিএসজিতে নিজের ভবিষ্যত প্রসঙ্গে এমেরি ম্যাচ শেষে বলেন, আমাদের উপভোগ করতে হবে এবং কেবল বর্তমান নিয়ে থাকতে হবে। আমি জানি না আগামী বছর আমার জন্য সেরাটা কি। কারণ আমি বর্তমানটা উপভোগ করি, বর্তমান নিয়ে থাকি। এই দল ও খেলোয়াড়দের উদ্দীপনা নিয়ে আমি খুশি। পিএসজি বস বলেন, এটা সত্যি যে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারটা এক বিশাল ও ভয়ানক পরাজয়। তবে আপনি যদি বিষয়টা দূরে রাখেন তাহলে আমি আমার দল নিয়ে খুব সুখেই আছি। শিরোপা জয় প্রসঙ্গে তিনি বলেন, আমার মতে আমরা যেভাবে খেললাম সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি, যারা ম্যাচটি দেখেছে তাদের প্রত্যেকেই দুর্দান্ত একটা লড়াই দেখেছে। ম্যাচটিতে অসাধারণ কিছু ব্যক্তিগত পারফর্মেন্স আছে যা পুরো দলটাকে সহযোগিতা করেছে। তাই আমি খুবই খুশি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
×