ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ সাব্বির, ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:২৭, ২ জানুয়ারি ২০১৮

নিষিদ্ধ সাব্বির, ২০ লাখ টাকা জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটে ক্রমেই একটি ভয়ঙ্কর দলে পরিণত হচ্ছে বাংলাদেশ দল। পারফর্মেন্সের সঙ্গে যেন পাল্লা দিয়েই চলছে দেশের নির্ভরযোগ্য পারফর্মারদের সেসব শৃঙ্খলাভঙ্গ ও অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়া। এ কারণেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের চেয়ে কঠোর হয়েছে। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শেষ রাউন্ডে মাঠের সীমানা দড়ির বাইরে ম্যাচ চলাকালীন এক কিশোরকে পিটিয়েছিলেন সাব্বির রহমান রুম্মান। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে বছরের শুরুতেই কঠিন শাস্তি দিয়েছে তাকে বিসিবি। ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা এবং কেন্দ্রীয় চুক্তি থেকে অনির্দিষ্টকালের জন্য বাদ দেয়া হয়েছে তাকে। আগেও বেশ কয়েকবার কলঙ্কজনক কিছু ঘটনায় জড়িয়ে বড় অঙ্কের অর্থ জরিমানা এবং মাঠে শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে দক্ষ পেয়েছেন ও ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল। কিন্তু শোধরাননি তিনি। এবার এই বড় শাস্তি শেষে কি নিজেকে শোধরাবেন ২৬ বছর বয়সী নির্ভরযোগ্য ব্যাটসম্যান? ৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে ওপেনার তামিম ইকবালকেও। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ চলার সময় মিরপুরের উইকেট নিয়ে তার সমালোচনার জন্য তাকে এই জরিমানার দ- দেয়া হয়েছে। বাংলাদেশ দলের সাফল্যের অভিযাত্রাটা শুরু হয়েছে তিন বছর আগেই। আর সেটার পেছনে দলে কঠোর শৃঙ্খলা আনা অনেক বড় ভূমিকাই পালন করেছিল। সে বছরই প্রথম বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া সত্ত্বেও অন্যতম নির্ভরযোগ্য সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে হইচই ফেলে দিয়েছিল বিসিবি। এরপর থেকে এমন বড় শাস্তি দেয়ার ক্ষেত্রে দলে ক্রিকেটারের অবদান বিবেচনা করা হয়নি, অপরাধ পেলেই শাস্তি দেয়া হয়েছে আর সেজন্যই দল হিসেবে পরিণত, সুসংঘবদ্ধ ও শক্ত হয়েছে বাংলাদেশ। দলের সাফল্যে ধারাবাহিকতা আসার পেছনে ক্রিকেটারদের পারফর্মেন্সেও এসেছে ছন্দ। তবে এর পাশাপাশি ক্রিকেটাররাও একের পর এক অপ্রীতিকর ও অযাচিত ঘটনার জন্ম দিয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বিরের পথচলা ৩ বছরের। কিন্তু এই সময়ের মধ্যে নানা রকম নেতিবাচক ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। আর্থিক জরিমানা, ডিমেরিটস পয়েন্ট সবই যোগ হয়েছে তার নামের পাশে। এর শেষ ঘটনা ছিল সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এনসিএলের শেষ রাউন্ডে। রাজশাহী-ঢাকা মেট্রোর ড্র হওয়া ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পাওয়া সাব্বির ০ রানে সাজঘরে ফিরেছিলেন। এ কারণে এক কিশোর ভক্ত কটু মন্তব্য করেছিলেন। তাকে ডেকে এনে সাব্বির মারধর করেন মাঠের সাইট স্ক্রীনের আড়ালে। এ ঘটনার পরই ম্যাচ রেফারি অনফিল্ড আম্পায়ারদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে তাকে শুনানির জন্য ডাকা হলে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে সাব্বির বলেন, ‘আমার নামে বিসিবিতে অভিযোগ করা হলে আপনার খবর আছে!’ বিষয়টি নিয়ে বাগ্-বিত-ায় লিপ্ত হন। পরে ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদনে সাব্বিরের বিরুদ্ধে বলা হয়েছে, তিনি আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙ্গেছেন। সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বোর্ডের শৃঙ্খলা কমিটি সাব্বিরের ইস্যুটি নিয়ে বসে। সেখানে ম্যাচের কর্তব্যরত আম্পায়াররাও উপস্থিত ছিলেন। শুনানির পর সাব্বিরকে বোর্ডের চুক্তি থেকে অনির্দিষ্ট কালের জন্য বাদ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’ এর সঙ্গে আর্থিক জরিমানা হিসেবে ২০ লাখ টাকা ও ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা নেমে এসেছে তার ওপর। এই সময়ের মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) খেলা রয়েছে যেখানে খেলতে পারবেন না সাব্বির। ফলে বড় রকমের আর্থিক ক্ষতির মুখেই পড়লেন সাব্বির। এর আগেও বিপিএলের চতুর্থ আসরে নারী কেলেঙ্কারির ঘটনাতে সাব্বির মোটা অঙ্কের জরিমানা গুনেছেন। জরিমানার পরিমাণ ছিল সাড়ে ১২ লাখ টাকা। বিপিএলের পঞ্চম আসরেও সিলেটে মাঠে আম্পায়ারদের গালি দিয়ে তিনি বড় অঙ্কের আর্থিক জরিমানা দেন। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজেও মাঠে আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছিলেন। কিন্তু কিছুতেই নিজেকে বদলাননি সাব্বির। এবারের শাস্তিটা এ কারণেই একটু বড় রকমের হয়েছে। শাস্তি শেষে নিজেকে কি এবার শুধরে সুশৃঙ্খল ক্রিকেটার হয়ে উঠবেন সাব্বির? একই দিনে শাস্তি হিসেবে আর্থিক জরিমানা করা হয়েছে তামিমকেও। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে উইকেটের সমালোচনা করেন। সেটা একটু মাত্রাতিরিক্তই ছিল বলে দাবি বিসিবির। এজন্য শোকজ করা হয়েছিল তাকে। গত ১৪ ডিসেম্বর তিনি সেই শোকজের জন্য শুনানিতেও হাজিরা দিয়েছিলেন। সে সময় তাকে বিষয়টি শৃঙ্খলা কমিটি বুঝিয়ে বলেছে এবং তামিমও বিষয়টি বুঝে দুঃখ প্রকাশ করে টি১০ ক্রিকেট লীগ খেলতে শারজা চলে গিয়েছিলেন। ধারণা করা হয়েছিল বিষয়টি সেখানেই শেষ। কিন্তু সাব্বিরের বিষয়টি নিয়ে বসা ডিসিপ্লিনারি কমিটি তামিমের ঘটনাও আলোচনায় তোলে। শেষ পর্যন্ত শাস্তি হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করা হয় দেশসেরা এ ব্যাটসম্যানকে।
×