ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গ্রেট ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়, গড়লেন নতুন ইতিহাস

ডাবল সেঞ্চুরিতে সবার ওপরে অধিনায়ক কোহলি

প্রকাশিত: ০৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৭

ডাবল সেঞ্চুরিতে সবার ওপরে অধিনায়ক কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেটে ‘অধিনায়ক হিসেবে’ সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। দিল্লীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৪৩ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের ‘ওয়ান্ডার বয়’। অধিনায়ক হিসেবে ৬টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সাবেক ক্যারিবিয়ান গ্রেটকে পেছনে ফেলেছেন সুপার কোহলি। শেষ পর্যন্ত দ্বিতীয়দিন লাঞ্চের পর আউট হয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস খেলে। ততক্ষণে আরও একটি অর্জনে নাম লিখিয়েছেন তিনি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২৩৫ রান। ভারত অধিনায়ক হিসেবে যেটি ছিল সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। এবার নিজের রেকর্ডকেই আরও এগিয়ে নিলেন হালের এই রান-মেশিন। কোহলি এখন কেবল প্রতিপক্ষ বোলরই নন, ক্রিকেট লিখিয়েদের জন্যও আতঙ্ক! মাঠে নামছেন, রান-সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরির ফুল ফোটাচ্ছেন। প্রতিনিয়ত এলোমেলো করে দিচ্ছেন রেকর্ড বইয়ের অনেক পরিসংখ্যান। রচনা করছেন একের পর এক নতুন ইতিহাস। দিল্লীতে ২৮৭ বলে ২৫ চারে সাজানো ২৪৩ রানের ইনিংসটিও ব্যতিক্রম নয়। ১৫৬ রান নিয়ে দিন শুরু করে রবিবার প্রথম সেশনেই ভারতীয় অধিনায়ক করে ফেলেন দ্বিশতক। টেস্ট ক্যারিয়ারে কোহলির এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। অথচ দেড় বছর আগেও ছিল না একটিও! অবিশ্বাস্য ধারাবাহিকতায় ৪৯৯ দিনের মধ্যেই করে ফেললেন ৬টি ডাবল। টেস্ট ইতিহাসে যেটি সবচেয়ে কম সময়ের মধ্যে আধাডজন ডাবলের নতুন রেকর্ড। ডন ব্র্যাডম্যানের প্রথম থেকে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে সময় লেগেছিল ৫৮১ দিন। কোহলির প্রথম ৪১ টেস্টে ছিল না একটিও ডাবল। গত ২২ টেস্টে ৩৩ ইনিংসেই করে ফেললেন ৬টি। নাগপুরে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করেই ছুঁয়েছিলেন অধিনায়ক হিসেবে ব্রায়ান লারার ৫ ডাবল সেঞ্চুরির রেকর্ড। এবার গেলেন ছাড়িয়ে। অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক এখন কেবলই কোহলি। পাশাপাশি ৬ ডাবল সেঞ্চুরিতে কোহলি স্পর্শ করলেন ভারতীয় রেকর্ডও। ৬টি করে ডাবল করেছিলেন বীরেন্দ্র শেবাগ ও শচীন টেন্ডুলকর। আগের টেস্টেই একমাত্র ইনিংসে নাগপুরে করেছিলেন ২১৩ রান। টেস্ট ইতিাহসে পরপর দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান কোহলি। ১৯২৮ ও ১৯৩৩ সালে প্রথম দুই দফায় এমন কীর্তি গড়েছিলেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ড ১৯৩৪ সালে ব্র্যাডম্যান, ১৯৯৩ সালে বিনোদ কাম্বলি, ২০০৭ সালে কুমার সাঙ্গাকারা ও ২০১২ সালে মাইকেল ক্লার্ক। এ নিয়ে টানা তিন টেস্টেই সেঞ্চুরি ছাড়ানো ইনিংস খেললেন কোহলি। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন কোহলি। এই নিয়ে কোহলির সর্বশেষ তিনটি টেস্ট ইনিংস হলো ১০৪*, ২১৩, ও ২২৫*! ২০তম টেস্ট সেঞ্চুরি পেতে লাগল ১০৫ ইনিংস। টেস্ট ইতিহাসে এরচেয়ে দ্রুত ২০টি সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ৪ জন ব্যাটসম্যান। তারা হলেন স্যার ডন ব্র্যাডম্যান (৫৫), সুনীল গাভাস্কার (৯৩), ম্যাথু হেইডেন (৯৫) ও স্টিভেন স্মিথ (৯৯)। টেস্টে ৫০০০ রান পূর্ণ হয়েছে তার, গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগের পর ভারতীয় হিসেবে যা তৃতীয় দ্রুততম। কোহলি কি শচীনকে ছাড়িয়ে যাবেন সেই প্রশ্নটা এখন আরও জোরালো। ৭ উইকেটে ৫৩৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিকরা। এই ম্যাচে জিতলে অথচা ড্র হলেও টানা ৯ সিরিজ জয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করবে ‘নাম্বার ওয়ান’ কোহলিবাহিনী।
×