ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটকীয় মোড়

প্রকাশিত: ০৫:৫৭, ২ আগস্ট ২০১৭

নাটকীয় মোড়

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। মিনিটে মিনিটে হচ্ছে পটপরিবর্তন। এই শোনা যাচ্ছে পিএসজিতে যাচ্ছেন, কিছুক্ষণ পর আবার আরেক সংবাদ। থেকে যাচ্ছেন বার্সাতেই। তবে সর্বশেষ খবরে যা জানা গেছে তাকে নাটকীয় মোড়ই বলতে হবে। ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি ন্যুক্যাম্পেই থেকে যাচ্ছেন। মঙ্গলবার বার্সার একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। গুঞ্জন ছিল চীন থেকে কাতারে যাবেন নেইমার। পিএসজির সঙ্গে চুক্তির ঘোষণার আগে স্বাস্থ্য পরীক্ষাটা সেরে নেবেন আরব দেশটিতে। কিন্তু ব্রাজিলিয়ান তারকার দলবদলের গুঞ্জনে নাটকীয় মোড়ের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তারা জানিয়েছে, চীন থেকে সরাসরি বার্সিলোনাতেই ফিরবে নেইমারকে বহনকারী ব্যক্তিগত বিমান। কাতারি একটি পত্রিকা একদিন আগে দাবি করে মঙ্গলবার কাতারেই হবে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। পিএসজির মালিক নাসের আল খেলাফির সঙ্গেও সেখানেই শেষধাপের আলোচনা সারার কথাও শোনা গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে কাতারে হচ্ছে না নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। এমনকি চীন থেকে কাতারেও বিরতি নেবেন না ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। সরাসরি বার্সার বিমানবন্দরেই নামবে তাকে বহনকারী বিমান। যোগ দেবেন বুধবারের বার্সার নিয়মিত অনুশীলনেও। অনুশীলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বার্সার তরফ থেকেও। ধারণা করা হচ্ছে এতে করে নেইমারের জন্য পিএসজির ঢালতে চাওয়া ২২২ মিলিয়ন ইউরোর প্রজেক্ট হয়তো মুখ থুবড়েই পড়ছে। শেষ হচ্ছে দুই সপ্তাহ ধরে হয়ে চলা নাটকের। তবে নেইমারের বার্সা ছাড়ার শঙ্কাটা এরপরও থাকছেই। গত মৌসুমে তার সঙ্গে বার্সিলোনার নতুন যে চুক্তিটা হয়েছে সেটার জন্য বোনাস হিসেবে নেইমারের বাবা পাবেন ২৬ মিলিয়ন ইউরো। ওই চুক্তির শর্তে আছে টাকাটা সিনিয়র নেইমার পাবেন ৩১ জুলাইয়ে। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি পেছানোর এটিও একটি কারণ হতে পারে শেষ পর্যন্ত। বার্সা অবশ্য এত সহজেও ছাড়বে না সিনিয়র নেইমারকে। ২৬ মিলিয়ন ইউরো বোনাস কাতালানরা দিতে চেয়েছিল নেইমারের ন্যুক্যাম্পে থাকার শর্তেই। সেই নেইমারই যদি না থাকেন বার্সা তো বেঁকে বসবেই। বোনাসের টাকা না দেয়ার হুমকিও দিয়ে রেখেছে জায়ান্ট ক্লাবটি। তবে মঙ্গলবার জানা গেছে বোনাসের টাকাটা ঠিকই দিচ্ছে কাতালানরা। বার্সিলোনা সমর্থকদের জন্য স্বস্তির খবর পিএসজির মেডিক্যাল করতে নেইমারের কাতারে যাওয়ার গুঞ্জন সত্য নয়। চীন থেকে সরাসরি স্পেনে ফিরে আসছেন ব্রাজিলিয়ান আইকন। জানা গেছে দোহায় নেমে ফরাসী জায়ান্টদের সঙ্গে নেইমারের মেডিক্যাল সম্পন্ন করার বিষয়টি ঠিক নয়। এর পরিবর্তে সাংহাই থেকে বার্সিলোনায় ফিরে টিমের সঙ্গে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমের সফল প্রস্তুতি শেষে নেইমার ছাড়া সবাই বার্সায় ফিরে এসেছেন। ব্যক্তিগত জেট বিমানে চড়ে প্রচারমূলক সফরে চীনে পা রাখেন নেইমার। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় কাতারে পিএসজির মালিকের সঙ্গে আলোচনা করে চুক্তিতে সই করতে পারেন বার্সা তারকা এবং সেখানেই মেডিক্যাল সম্পন্ন হবে। নেইমার কি বার্সায় ফিরবেন? এখন যা খবর তাতে আপাতত বার্সাতেই থেকে যাচ্ছেন আলোচিত এই তারকা। সাম্প্রতিক সময়ে নেইমারের ট্রান্সফার ইস্যুটি গোটা ফুটবল বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছে। সবার মুখে মুখে আলোচনা, লোভনীয় প্রস্তাবে প্যারিসে উড়াল দেবেন নাকি ন্যুক্যাম্পে থেকে যাবেন। এ নিয়ে স্বয়ং বার্সার ড্রেসিংরুমও অস্বস্তিতে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজও এ ব্যাপারে নেইমারকে বুঝিয়েছেন। অবশ্য বার্সা ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত নিজ মুখে কিছুই বলেননি নেইমার। চীনে থাকাকালীন সময়েও একদমই মুখ খোলেননি। তবে দেশটির ফুটবলভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন নেচে-গেয়ে। মাথায় রকস্টারদের মতো হেয়ার ব্যান্ড, গায়ে বুকখোলা কালো জ্যাকেট, ঘিরেধরা উপচেপড়া ভক্তদের ভিড়, আর মধ্যমণি হাস্যোজ্জ্বল নেইমার। চীনা লীগে খেলা ব্রাজিলিয়ান তারকা সতীর্থ হাল্কের সঙ্গেও সেলফি তুলেছেন নেইমার। সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন, চীনা রাষ্ট্রীয় টিভিতে সাক্ষাতকার দিয়েছেন। সর্বশেষে টুইটারে চীনা ফুটবলভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সব চীনাভক্তদের প্রতি রইলো আমার ভালবাসা। সবাইকে ধন্যবাদ।’
×