ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি সমাপ্ত

প্রকাশিত: ০৫:১৭, ১৩ এপ্রিল ২০১৭

ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হয়েছে ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি। ৫ এপ্রিল কলকাতার দমদম থেকে শুরু হওয়া এই র‌্যালি ঢাকায় এসে শেষ হয়। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই সাইকেল র‌্যালির সমাপনী অনুষ্ঠান। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাইকেল র‌্যালিতে অংশ নেয়া সাইক্লিস্টদের হাতে ক্রেস্ট তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম, ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ৫ এপ্রিল কলকাতা থেকে শুরু হয় এই র‌্যালি। কলকাতার দমদম থেকে শুরু করে বেনাপোল হয়ে বাংলাদেশে আসা ১২ ভারতের সাইক্লিস্টদের সঙ্গে বাংলাদেশের ৮ সাইক্লিস্ট যোগ দেন। তারা সেখান থেকে যশোর-নড়াইল-ফরিদপুর-মানিকগঞ্জ হয়ে ১১ এপ্রিল ঢাকায় আসেন। যাত্রাবাড়ীর জয় স্পোর্টস রিপোর্টার ॥ চলছে ঢাকা মহানগরী সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যাত্রবাড়ী ক্রীড়া চক্র ৩-১ গোলে হারায় ফ্রেন্ডস সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশনকে। জয়ী দলের উজ্জল হোসেন জোড়া গোল করেন। অপর গোলটি করেন আবু বকর। বিজিত দলের একমাত্র গোলটি করেন সজল আহমেদ। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর ম্যাচে বাসাবো তরুণ সংঘ গোলশূন্য ড্র করে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ঢাকা ইউনাইটেডের জরিমানা স্পোর্টস রিপোর্টার ॥ গত ৮ এপ্রিল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিনিয়র ডিভিশন ফুটবল লীগে ওয়ান্ডরার্স বনাম ঢাকা ইউনাইটেড এসসির মধ্যে খেলায় যে গ-গোল হয়, তাতে রেফারি/ম্যাচ কমিশনারের রিপোর্ট পর্যালোচনা করে লীগ কমিটি ও ডিসিপ্লিনারি কমিটি বুধবার একাধিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
×