ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উচ্চ আদালতে মাতৃভাষা চালু করা উচিত ॥ প্রধানবিচারপতি

প্রকাশিত: ০২:২১, ৩ ডিসেম্বর ২০১৫

উচ্চ আদালতে মাতৃভাষা চালু করা উচিত ॥ প্রধানবিচারপতি

স্টাফ রিপোর্টার॥ উচ্চ আদালতে মাতৃভাষা চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি আরো বলেনএটা নিম্ন আদালতে চালু হয়েছে এবং উচ্চ আদালতে চালু করা দরকার। 'মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উচ্চ আদালতে দুই-একজন বিচারক বাংলা ভাষায় রায় লিখছেন। আমিও চিন্তা ভাবনা করছি কিছু রায় বাংলায় লেখার জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘে যে বাংলায় ভাষণ দিয়েছিলেন, সেটিও যথার্থ ছিলো। বাংলা ভাষা ও এর সংস্কৃতি যাতে পরিশালীত হয়, সে জন্য আমাদের সচেষ্ট থাকা দরকার। দেশীয় সংস্কৃতি আইনজীবী পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বাসেদ মজুমদার, এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং এ্যাডভোকেট মতিন খসরু এমপি প্রমুখ বক্তব্য দেন।
×