ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিশাল আয়োজনে ‘ইত্যাদি’

প্রকাশিত: ২১:৫৭, ৭ এপ্রিল ২০২৪

বিশাল আয়োজনে ‘ইত্যাদি’

.

প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদিঈদের ইত্যাদি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেবরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে- ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদএই গানটি দিয়েএই গানটি পরিবেশন করবেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পীদের সঙ্গে এই প্রজন্মের প্রায় ৩৫ জন নজরুল সঙ্গীত শিল্পীএবারের ইত্যাদিতে গাইবেন এই প্রজন্মের কজন জনপ্রিয় শিল্পীজীবনের সব সুখশিরোনামে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল

রঙে রঙে রঙিন হবশিরোনামে আর একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসানএবারের ইত্যাদির ঈদ পর্বে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবেতথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ইত্যাদির মঞ্চে দর্শকদের সামনে নির্মিত একটি নাটিকায় অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কজন নাট্যপ্রেমী শিক্ষার্থী, আর এই পর্বটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ

দলীয় সঙ্গীত পর্বে অংশগ্রহণ করেছেন সিয়াম আহমেদ এবং টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেতনির্মাণ করেছে ফাগুন অডিও ভিশনঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর

×