ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি পদে আমার যোগ্যতা নেই: কাদের

প্রকাশিত: ১৪:৩৯, ১২ জানুয়ারি ২০২৩

রাষ্ট্রপতি পদে আমার যোগ্যতা নেই: কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করছেন। তিনি খোঁজখবর নিচ্ছেন। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ ছাড়বো না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করবো। 

ওবায়দুল কাদের বলেন, জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন।  বিএনপি-জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের। আদালতের বিষয়ে দলীয় ভূমিকা যুক্তিসঙ্গত হবে না। 
 

এমএইচ

×