ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় জালাল মেলা অনুষ্ঠিত

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২২:১৮, ২৮ এপ্রিল ২০২৪

নেত্রকোনায় জালাল মেলা অনুষ্ঠিত

.

নেত্রকোনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী জালাল মেলা শেষ হয় শনিবার। একুশে পদকপ্রাপ্ত মরমী বাউলসাধক জালাল উদ্দীন খাঁর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার জয়হরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন ওসি এনামূল হক প্রমুখ। বিভিন্ন পর্বে জালাল উদ্দীন খাঁসহ মরমী সাধকদের লোকগান পরিবেশন করেন পালাগায়ক আব্দুল কুদ্দুছ বয়াতী, বাউল শিল্পী সুনীল কর্মকার, সালাম সরকার, লোকশিল্পী ইমদাদুল হক তালুকদার, আবুল বাশার তালুকদার, হবিল সরকার, উমেদ আলী, ফকির চান, রহমান জীবনসহ অনেকে। দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে ঝংকার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, নেত্রকোনা বাউল সমিতি, আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

×