ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

মেসির কীর্তিতে বড় জয় মিয়ামির

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৯, ২৮ এপ্রিল ২০২৪

মেসির কীর্তিতে বড় জয় মিয়ামির

মেসির সঙ্গে সতীর্থ লুইস সুয়ারেজ

মার্কিন মুল্লুকেও নিয়মিত আলো ছড়িয়ে চলেছেন সুপারস্টার লিওনেল মেসি। মেজর সকার লিগে তার ইন্টার মিয়ামিও ছুটে চলেছে দারুণ ছন্দে। সবশেষ রবিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি। জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিয়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। এক গোল করেছেন আরেক তারকা লুইস সুয়ারেজ। মিয়ামির অপর গোলদাতা বেঞ্জামিন ক্রেমাস্কি। অথচ ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল নিউ ইংল্যান্ড। গোলটি করেন টমাস চানকালায়।

স্টেডিয়ামের ৬৬ হাজার দর্শকের অনেকে তখনও থিতু হয়ে বসেননি। এর মধ্যেই ঘরের দলের গোল। দর্শকেরা উত্তাল,  ধারাভাষ্যকারের চিৎকার, স্বপ্নের মতো শুরু নিউ ইংল্যান্ডের। কিন্তু প্রতিপক্ষ দলে যখন একজন মেসি থাকে দুঃস্বপ্নরা আনাগোনা করতেই থাকে! সেটাই করেছেন আর্জেন্টাইন তারকা। জোড়া গোল করে ইতিহাস গড়া কীর্তি গড়েছেন খুদে জাদুকর। মিয়ামির কাছেও শেষ পর্যন্ত পাত্তা পায়নি নিউ ইংল্যান্ড। দলের সবকটি গোলেই অবদান রাখেন মেসি। দুই গোল করে চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায় নিজেকে সবার ওপরে নিয়ে গেছেন মেসি। লিগে সাত ম্যাচ খেলে তার গোল এখন ৯টি। তবে আরও বড় এক কীর্তিতে মেসির নাম খোদাই হয়ে গেছে। 
এ নিয়ে টানা পাঁচ ম্যাচে একাধিক গোলে অবদান রেখেছেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে এমন কিছু আগে করতে পারেননি আর কোনো ফুটবলার। মিয়ামির বাকি দুটি গোল করেন বেঞ্জামিন ক্রেমাস্কি ও লুইস সুয়ারেজ। এ দুই গোলও হয়েছে মেসির অ্যাসিস্টে। অথচ ঘরের মাঠে ম্যাচ শুরুর বাঁশি বাজার পরপরই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। 
মিয়ামির নিকোলাস ফ্রেইরির বাড়িয়ে দেয়া বল ছুটে এসে নিয়ন্ত্রণে নেন নিউ ইংল্যান্ডের কার্লেস জিল। এরপর প্রতিপক্ষের দু’জনের মাঝ থেকে চোখ ধাঁধানো লবে বল বাড়িয়ে দেন সামনে। সেখান থেকে ডি বক্ সথেকে দুর্দান্ত গোল করেন টমাস চানকালায়। ঘড়ির কাঁটায় ম্যাচের সময় তখন মাত্র ৩৭ সেকেন্ড। এরপর মেসি ম্যাজিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়ে মিয়ামি। এ জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মিয়ামি। 

×