ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

এমপি আনার হত্যাকাণ্ড: তিন জনকে আটক

প্রকাশিত: ১৮:০৬, ২২ মে ২০২৪

এমপি আনার হত্যাকাণ্ড: তিন জনকে আটক

আনোয়ারুল আজীম আনার।

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে কলকাতা পুলিশ।

বুধবার (২২ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মরদেহ কোথায় আছে সে বিষয়ে এখনো নিশ্চিত না। তবে পুরো ঘটনা সম্পর্কে তদারকি চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কলকাতার একটি বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা খুনের সাথে জড়িত, খুনের মোটিভ জানতে ভারতীয় পুলিশ ও আমাদের পুলিশ কাজ করছে, আন্তর্জাতিকভাবে যেসব পন্থা অবলম্বন করা প্রয়োজন আমরা ব্যবস্থা নিচ্ছি।’

সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজীম আনার। পরে বুধবার (২২ মে) কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

 

এম হাসান

×