ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ড

সংশ্লিষ্টদের ১০ বার নোটিস দেওয়া হয়েছিল: ফায়ার সার্ভিস ডিজি

প্রকাশিত: ১৬:৪৯, ৪ এপ্রিল ২০২৩; আপডেট: ১৭:১৩, ৪ এপ্রিল ২০২৩

সংশ্লিষ্টদের ১০ বার নোটিস দেওয়া হয়েছিল: ফায়ার সার্ভিস ডিজি

ব্রিফ করেন ফায়ার সার্ভিস ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজার মার্কেটটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এরপর সংশ্লিষ্টদের ১০ বার নোটিস দেওয়া হয়েছিল। 

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে করা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মহাপরিচালক। 

আপনারা দশবার নোটিশ দিয়েছেন, এরপর বিষয়টি দেখার দায়িত্ব সিটি কর্পোরেশন বা রাজউকের। তাদের অবহেলার কারণেই কি আগুনের ঘটনা ঘটেছে? এ প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই প্রশ্নটা যে যে সংস্থার নাম আপনি উচ্চারণ করলেন, তাদের জিজ্ঞাসা করাটা উত্তম।

কেউ হতাহত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আজকের ঘটনায় সিভিলিয়ান কেউ এখনো হতাহত হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু ফায়ারের ৮ জন আহত আছে এবং দুজন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে বার্ন ইউনিটে।

দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন ফায়ার সার্ভিস ডিজি। 

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, আমি বলছি আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন আর ছড়াবে না। কিন্তু পুরোপুরি নির্বাপণ করতে আমার আরও একটু সময় লাগবে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এসআর

সম্পর্কিত বিষয়:

×