ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া, ভবিষ্যতে দূর হয়ে যাবে

প্রকাশিত: ২১:২০, ১৫ জানুয়ারি ২০২৩; আপডেট: ২১:২৫, ১৫ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া, ভবিষ্যতে দূর হয়ে যাবে

আসাদুজ্জামান খান কামাল ও ডোনাল্ড লু। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া, তবে ভবিষ্যতে দূর হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ডোনাল্ড লু আমাকে জানিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া তাদের দেশে। এটি একটু সময় নিতে পারে। তবে তোমরা যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছো, আমার মনে হয় ভবিষ্যতে এটি দূর হয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সময়সীমা নেই এবং বাংলাদেশ ঠিকপথেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে সেটিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। তারা বলেছে, অনেক অগ্রগতি হয়েছে এবং এই অগ্রগতি যেন সবসময় থাকে।

তিনি বলেন, লুর সঙ্গে র‌্যাবের সংস্কার নিয়ে কোনও কথা হয়নি। বরং তারা এখন বলছে তোমরা এখন যে কাজগুলো করছো তা সন্তোষজনক।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×