ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়েনি লেবুর দাম!

লোকসানের আশস্কায় ধামরাইয়ের লেবু চাষীরা

সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১১:১০, ৭ জুলাই ২০২২

লোকসানের আশস্কায় ধামরাইয়ের লেবু চাষীরা

লেবুচাষীরা

সব জিনিসের দাম বাড়লেও কমেছে লেবুর দাম,লেবুর ভালো ফলন হলেও দাম পাচ্ছে না চাষীরা ৬০ টাকায় চার পিসের লেবু এখন পাওয়া যাচ্ছে ১০/১৫ টাকায়

ঈদের সময় লাভের জন্য লক্ষ্য থাকলেও দাম পড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ তোলা নিয়েই হিমশিম খাচ্ছে ধামরাইয়ের লেবু চাষীরা

ধামরাই উপজেলার বালিয়া,আমতা,চৌহাট,যাদবপুর,কুশুরা ইউনিয়নের প্রায় ৭২০ হেক্টর জমিতে লেবু চাষ হয় প্রায় এই সব ইউনিয়নের অধিকাংশ কৃষক লেবু চাষ করে জীবিকানির্বাহ করে ধামরাই উপজেলায় কয়েক প্রকার জাতের লেবুর চাষ হয় তবে এর মধ্যে বেশি চাষ হয় গন্ধরাজ এলাচি লেবু লেবু ধামরাই উপজেলার চাহিদা মিটিয়ে ঢাকার কাওরান বাজার,শ্যাম বাজার যাত্রাবাড়ী আড়ৎতে লেবু বিক্রয় এর জন্য নেয় চাষীরা বছর আবহাওয়া অনুকূলে থাকায় লেবুর ফলন ভালো হয়েছে

লেবু চাষী হুকুম আলী বলেন,আমি প্রায় ২৮ বছর যাবত লেবু ব্যবসার সাথে জরিত,২৮ বছরে আমি অনেক উন্নতি করেছি,কিন্তু বর্তমান লেবুর যে বাজার তাতে প্রতি খাচি বিক্রি করে আমরা শ্রমিকদের বেতন দিতে পরছি না,সব জিনিসের দাম বাড়লেও বাড়েনি আমাদের লেবুর দাম,যে খাচি আমরা ৩০-৩৫ হাজার টাকা বিক্রি করতাম সে খাচি এখন ৪হাজার টাকা বিক্রি করতে পারছি না আমাদের ঘাটে থেকে ৫০-৬০ খাচি লেবু বিক্রয়ের জন্য যেতো ঢাকার বিভিন্ন বাজারে, এখন উৎপাদন উত্তলন খরচ বেশি হওয়ায় মাত্র ০৮-১০ খাচি লেবু বিক্রয়ের জন্য যায় এই ০৮-১০ খাচি লেবুই আমরা বিক্রয় করতে পারছি না আমরা সরকারি ভাবে লেবু চাষে রোগ প্রতিরোধে কোন সহায়তা পাইনি আমরা লোন এনে বাগান করি সেই বাগান অনেক বছর বন্যায় নষ্ট হয়ে যায় সে সময় আমরা কোন সহায়তা পাই না লোনও অনেক কষ্ট করে আমাদের পরিশোধ করতে হয়

উপজেলা কৃষি অফিসার আরিফুল হাসান বলেন,ধামরাই উপজেলায় ৭২০ হেক্টর জমিতে গন্ধরাজ  এলাচি জাতের লেবু চাষ হয়ে থাকে, লেবু দেশ দেশের বাহিরেও রপ্তানি হয়ে থাকে,গত বছর বন্যার কারনে কিছু বাগান নষ্ট হয়েছিল,ঈদ উপলক্ষে লেবু ভালই বিক্রয় হচ্ছে,দামও ভাল পাচ্ছে,আমরা চাষীদের লেবু চাষ রোগ প্রতিরোধের ওপর বিভিন্ন রকমের প্রশিক্ষন দিয়ে থাকি

 

 

×