ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত হৃদয় বাঁচতে চান ॥ সাহায্য করুন

প্রকাশিত: ২২:০১, ১৮ জুন ২০২২

ক্যান্সার আক্রান্ত হৃদয় বাঁচতে চান ॥ সাহায্য করুন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের মেধাবী ছাত্র মোঃ কাউছার আলম হৃদয় (২২)। সে বাউফলের কেশবপুর ইউনিয়নের ভরিপাশা ৪নং ওয়ার্ডে মরহুম মোঃ মকবুল হোসেনের ছোট ছেলে। বছরখানেক আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে হৃদয়ের ক্যান্সার (Apalestic anima) ধরা পড়ে। এরপর তাকে ঢাকার সিএমএইচের ডাঃ কর্নেল মোঃ মোস্তাফিজুল করিমের অধীনে চিকিৎসা দেয়া হয়। কিন্তু হৃদয়ের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাকে ঢাকায় রেখে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছিল না। তাই হৃদয়কে ঢাকা থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে। প্রতি সপ্তাহে তাকে রক্তের প্লাজমা (রক্তের সাদা অংশ) দিতে হয়। যার খরচ অনেক। এই টাকা বহন করা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না। হৃদয়ের বাবা বিদ্যুত বিভাগে লাইন ম্যানের চাকরি করতেন। হঠাৎ একদিন দুর্ঘটনায় তার বাবা মকবুল মিয়া মারা যান। ওই অফিসে তার মাকে ছোটখাটো একটি পদে চাকরি দেয়া হলেও সে বেতনের টাকা দিয়ে কোনরকম টানাটানি করে চলত তাদের সংসার। হৃদয়ের এই অসুস্থতায় তার মা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। ডাক্তার পরামর্শ দিয়েছেন হৃদয়ের ‘বন ম্যারো’ প্রতিস্থাপনের জন্য অপারেশন দরকার। আর এই অপারেশন করতে ২৫ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। তাই হৃদয়ের মা প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিসহ দেশ-বিদেশের সকল হৃদয়বান ব্যক্তির কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন। যোগাযোগ : মোঃ বাকি বিল্লাহ, মোবাইল নং- ০১৭৮৩৩৫২৭৮৬/০১৯৩৩০১৬২২৭ ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্ট বা বিকাশ নম্বরে দিতে হবে। নগদ দিতে চাইলে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×