ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এক পরিবারের চারজন দগ্ধ

প্রকাশিত: ২৩:৪৫, ৭ ডিসেম্বর ২০২১

এক পরিবারের চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মোঃ সোলাইমান পণ্ডিত (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের ছেলে মোঃ মাহিদ (১৩) ও মোঃ আরশ (৩)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন জানান, সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনকে এখানে আনা হয়। জবিতে কর্মকর্তা সমিতির নির্বাচন জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর। নির্বাচনে শীর্ষ দুই পদে ৯ জন প্রার্থী লড়বেন। এর মধ্যে সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন। এছাড়া অন্যান্য পদে ২৭ জন প্রার্থী নির্বাচন করবেন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জনকণ্ঠকে বিষয়টি জানিয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি কামাল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম ও সালাউদ্দিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
×