ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আট মাসেও রুলের জবাব না পাওয়ায় হাইকোর্টের অসন্তোষ

প্রকাশিত: ০১:২৩, ২৫ অক্টোবর ২০২১

আট মাসেও রুলের জবাব না পাওয়ায় হাইকোর্টের অসন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ ক্যাসিনোকান্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ সাতজনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় জারি করা রুলের দীর্ঘ আট মাসেও জবাব না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, ‘রুলের জবাব দিতে এত দেরি হলো কেন?’ ১৩ বিবাদী রুলের জবাব দাখিল না করায়ও ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২১ নবেম্বর পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত। অর্থপাচার সংক্রান্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনের ওপর শুনানিতে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ রবিবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান, তার সঙ্গে ছিলেন সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
×