ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২১

রাজধানীতে ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রাজধানীর চাঁনখারপুলে গামছায় ঝোলানো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুদ আল মাহাদী অপু নামের সাবেক এই শিক্ষার্থী ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে। তার বাড়ি পিরোজপুরে। সোমবার দুপুরে চ্ানখারপুলের স্বপ্ন বিল্ডিংয়ের ৮ম তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। এই ভবনের একটি মেসে তিনি থাকতেন। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন। অনার্স ও মাস্টার্সে ভাল ফল করেছিলেন অপু। সাংবাদিকতা পেশাতেও কিছুদিন যুক্ত ছিলেন। পরবর্তীতে বিসিএসসহ বিভিন্ন সরকারী চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। সর্বশেষ ৪১তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার এক বন্ধু জানান, মঙ্গলবার (আজ) বিসিআইসিতে মৌখিক পরীক্ষা দেয়ার কথা ছিল অপুর।
×