ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২২:১৭, ৩ আগস্ট ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সাঁড়া গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী (৭০) সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর সাঁড়া গোপালপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। আবু তাহের আফিন্দি ঈশ্বরদী শহরের পূর্বটেংরী কদমতলা এলাকার আবু তাহের আফিন্দি (৯৫) রবিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের সাবেক চীফ কেমিস্ট ছিলেন। সোমবার বাদ জোহর ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থান মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য আফজাল হোসেন পন্টির বাবা বিশিষ্ট কবি আমজাদ হোসেন (৭৩) রবিবার বিকেল ৫টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। রাত ১০টায় শহরের উত্তর চাষাঢ়া জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। জরিনা বেগম স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রবীণ শিক্ষক কোরবান হোসেনের স্ত্রী জরিনা বেগম (৮৫) সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব নগরীর মহিষবাথান কবরস্থান মসজিদে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। সমীর দেওয়ান স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাঘমারা গ্রামের বিশিষ্ট সমাজসেবী সমীর দেওয়ান (৭৭) রবিবার সকালে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। হাফিজুন নেছা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মাদারীপুর জেলার সাবেক সভানেত্রী এবং সাবেক জাতীয় সংসদ সদস্য ডাঃ আবুল কাশেমের স্ত্রী রত্নগর্ভা বেগম হাফিজুন নেছা (৮৭) রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।
×