ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় আরও ১১৮৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:২৯, ১৭ এপ্রিল ২০২১

ভারতে করোনায় আরও ১১৮৫ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সবকটি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ২ লাখ ১৬ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৩০ লাখ ৫ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১১ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৪৬৭ জন। খবর এএফপি, বিবিসি, এপি, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে ভারতে শুক্রবারও দুই লাখ ১৭ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ১৮৫ জন মানুষ। করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। দেশে দৈনিক সংক্রমণের নতুন এই রেকর্ডে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে এক হাজার ১৮৫ জন। মহামারী শুরুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন। ফের করোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ॥ আট মাসের ব্যবধানে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। ফের করোনায় আক্রান্ত হওয়ার পর শুক্রবার তাকে কর্নাটকের রাজধানী শহর ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতে করোনায় দৈনিক মৃত্যু ছাড়াতে পারে ২৩০০ ॥ বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট জানিয়েছে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে করোনায় প্রতিদিন ২ হাজার ৩২০ মানুষের মৃত্যু হতে পারে। ল্যানসেটের এক সদস্য জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতে এবার প্রতিদিন ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হতে পারে। সংখ্যাটা বাড়তে বাড়তে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ এই সংখ্যাটি ২ হাজার ৩২০ জনের কাছাকাছি পৌঁছতে পারে। ইরানে একদিনে ৩২১ জনের মৃত্যু ॥ সারা বিশ্বে আবার নতুন করে তাণ্ডব শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইরানেও বেড়েছে এ ভাইরাসের প্রকোপ। ইরান সর্বশেষ যে তথ্য জানিয়েছে তাতে একদিনে আরও ৩২১ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এর সঙ্গে ইরানে একদিনে নতুন করে ২৫ হাজার ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সীমা সা’দাত লারি। এটিই ইরানে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। ইউরোপে করোনায় প্রাণহানি দশ লাখ ছাড়াল ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইউরোপে প্রাণহানি দশ লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এই হিসাব দিয়েছেন। ইউরোপের করোনা সংক্রমণ পরিস্থিতি এখনও বেশ ‘গুরুতর’ বলে সতর্ক করে ইউরোপে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুজ আরও জানিয়েছেন, ইউরোপে প্রতি সপ্তাহে নতুন করে ১৬ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। করোনার নতুন ধরনে অঞ্চলটির বেশ কিছু দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে এমন তথ্য দিলেন হ্যানস ক্লুজ। ভাইরাসের প্রকোপ ঠেকাতে অবশ্যই মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব ছাড়াও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ব্রাজিলে একদিনে করোনায় ৩৫৬০ জনের মৃত্যু ॥ ব্রাজিলে বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে নতুন করে আরও তিন হাজার ৫৬০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মহামারী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট তিন লাখ ৬৫ হাজার ৪৪৪ জনে দাঁড়াল। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৭৩ হাজার ১৭৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্রাজিলে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে এক কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৬৮১ জনে দাঁড়াল। ব্রাজিলে গত জানুয়ারির পর থেকেই করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। এতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যে তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ে। এ মহামারী ভাইরাসে মৃত্যুর সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। এক্ষেত্রে কেবল এখন যুক্তরাষ্ট্র ব্রাজিলের সামনের সারিতে রয়েছে।
×