ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনায় শিক্ষার বাইরে বিশ্বের ৫০ কোটি শিক্ষার্থী

প্রকাশিত: ২৩:১৯, ২৪ জানুয়ারি ২০২১

করোনায় শিক্ষার বাইরে বিশ্বের ৫০ কোটি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলের মধ্যে ভিন্ন এক প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১। বিশে^র প্রায় প্রতিটি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। চলছে অনলাইন, টেলিভিশন, রেডিওসহ বিকল্প উপায়ে দূরশিক্ষণে শিক্ষা কার্যক্রম। তবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো বলছে, করোনা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ১৬০ কোটি শিক্ষার্থীর জীবনকে প্রভাবিত করেছে। সামর্থ্যরে অভাবে দূরশিক্ষণের এই কার্যক্রমে অংশ নিতে পারছেন না বিশ্বের ৫০ কোটিরও বেশি শিক্ষার্থী। আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উপলক্ষে দেয়া এক ধারণাপত্রে এই পরিসংখ্যান তুলে ধরেছে ইউনেস্কো। ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২৪ জানুয়ারি বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশগুলোতে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হচ্ছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচীর সাফল্যসহ আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য, বিশেষ করে চার নং লক্ষ্য এবং উল্লেখযোগ্য নানা আন্তর্জাতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের মূল্যায়নের উদ্দেশ্য সামনে রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশন এ দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। ইউনেস্কোর বিশ্লেষণে দেখা যায়, এসডিজি চার অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে সবাই মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারলে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এদিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উপলক্ষে শনিবার দেয়া এক ধারণাপত্রে ইউনেস্কো বলেছে, সামর্থ্যরে অভাবে দূরশিক্ষণের এই কার্যক্রমে অংশ নিতে পারছেন না বিশ্বের ৫০ কোটিরও বেশি শিক্ষার্থী। কোভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় অতুলনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘ্নিত হয়েছে। এর ফলে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ১৬০ কোটি শিক্ষার্থীর জীবনকে প্রভাবিত করেছে। শিক্ষার্থীরা গৃহবন্দী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার কর্তৃক দূরশিক্ষণের মাধ্যমে বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখলেও শিক্ষার্থীদের কমপক্ষে এক-তৃতীয়াংশ এই কার্যক্রমে অংশ নিতে পারেননি। ৫০ কোটিরও বেশি শিক্ষার্থী এই কার্যক্রমের বাইরে রয়েছে।
×