ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাল দখলমুক্ত ও বর্জ্য অপসারণ নিজস্ব অর্থায়নে হচ্ছে ॥ তাপস

প্রকাশিত: ২৩:০৯, ২১ জানুয়ারি ২০২১

খাল দখলমুক্ত ও বর্জ্য অপসারণ নিজস্ব অর্থায়নে হচ্ছে ॥ তাপস

স্টাফ রিপোর্টার ॥ খাল দখলমুক্ত অভিযান এবং খালের বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে ঢাকা শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে ‘মতিঝিল পার্ক’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোঃ সেলিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রদান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ডিএসসিসির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
×