ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ২১:১৮, ৩০ ডিসেম্বর ২০২০

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ ডিসেম্বর ॥ ড্রাম ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আরিফ মুন্সী নামের এক যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর পৌরসভার মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত আরিফ মুন্সী শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের হারুন মুন্সীর ছেলে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় শিবচর থেকে পাচ্চরগামী ড্রাম ট্রাকের সঙ্গে পাচ্চর থেকে শিবচরের উদ্দেশে আসা মোটরসাইকেলের পৌরসভার মোড়ের কাছাকাছি এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করেন। ঢাকা মেডিক্যালে নেয়ার পথে রাত ১০টায় আরিফ মুন্সী মারা যান। নওগাঁয় শ্রমিক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মহাদেবপুরে ট্রাক্টর থেকে পড়ে নাঈম উদ্দিন বাবু (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মহাদেবপুর-মাতাজি হাট সড়কের নাটশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। পুলিশ জানায়, উপজেলা সদরের বুড়াশিবতলা থেকে একটি বালুবাহী ট্রাক্টর চেরাগপুর ইউনিয়ন পরিষদ এলাকায় যাচ্ছিল। পথে ‘মহাদেবপুর টেকনিক্যাল এ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের সামনে ট্রাক্টরের ঝাঁকুনিতে পাকা সড়কে পড়ে যান নাঈম উদ্দিন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মংলায় আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা মোংলা থেকে জানান, ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল সোহান (২৫)। মঙ্গলবার সোহানের মৃত্যুর খবরে মংলা পৌরসভার সকল দোকানপাট বন্ধ করে শোক করে শহরবাসী। গত শুক্রবার দুপুরে মামার বিয়েতে মংলা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে যাওয়ার পথে সড়কের স্পিড ব্রেকারে ধাক্কা লাগলে ছিটকে পড়ে সোহান। সে সময় তাকে উদ্ধার করে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
×