ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:১৩, ১৯ ডিসেম্বর ২০২০

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে ॥ খাদ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কেউ এসব ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ না, প্রতিহত করা হবে বলেও জানান তিনি। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাস্কর্য পাহারা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খবর ওয়েবের। খাদ্যমন্ত্রী আরও বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার তৈরি করা হবে। ছাত্রলীগের উদ্দেশে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্রলীগে কোন মাদকাসক্ত, মাদককারবারি, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
×