ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় যুবক খুন

প্রকাশিত: ০০:২৯, ১৬ অক্টোবর ২০২০

মাগুরায় যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ অক্টোবর ॥ শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পুলিশ ওই গ্রামের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে। সে চৌগাছী গ্রামের ইছাক মীরের ছেলে। শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, এলাকাবাসী তাকে রাতে দ্বারিয়াপুর বাজারে দেখেন। পরে রাতে দ্বারিয়াপুরের একটি ধানখেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের মাগুরা সদর হাসপাতাল মর্গে পঠিয়েছে। ফটিকছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের হানিফ বাড়িতে বুধবার মধ্যরাতে ছুরিকাঘাতে মোহাম্মদ হেলাল (৪৩) নামে এক যুবক খুন হয়েছে। সে ওই এলাকার ফজল বারীর দ্বিতীয় পুত্র। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হেলালের লাশ উদ্ধার করে। আড়াইজারে মাদ্রাসা ছাত্রী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে তানজিনা আক্তার ওরফে আরজিনা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে উঠে নিখোঁজ হন ওই ছাত্রী। পরে তার মরদেহ পাশের ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ওই ছাত্রী রামচন্দ্রদী এলাকার আফতাব উদ্দিন ওরফে আকতার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্রী ছিল। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে ২ ব্যবসায়ীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, পাহাড়তলী ও হালিশহর এলাকা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি মরদেহ পাওয়া যায় বস্তাবন্দী অবস্থায়। অপরটি পাওয়া যায় খালপাড় এলাকায়। বৃহস্পতিবার সকালে ও দুপুরে লাশ দুটি উদ্ধার হয়। সিএমপির পাহাড়তলী থানা সূত্র জানায়, অলংকার মোড় এলাকার আলিফ গলিতে বৃহস্পতিবার দুপুরে পাওয়া যায় এক ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ। তার নাম বিজয় কুমার বিশ্বাস (৩২)। বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। স্থানীয়রা জানিয়েছে তিনি বন্দরটিলা এলাকার মেডি হাসপাতাল গেটে বিকাশের এজেন্ট হিসেবে একটি প্রতিষ্ঠান চালাতেন। কী কারণে এ খুনের ঘটনা ঘটতে পারে তা তদন্ত করা হচ্ছে। এদিকে, হালিশহর থানার মহেশখালের পাড় থেকে পুলিশ উদ্ধার করেছে মিজানুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মরদেহ। সকালে স্থানীয় সেন্ট্রি পোস্ট এলাকায় মরদেহটি পাওয়া যায়। তিনি হালিশহর বি ব্লকের ১ নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। রাজশাহীতে প্রতিবন্ধী যুবক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নিখোঁজের একদিন পর পুঠিয়ার রাজপরগণার শ্যামসাগর দিঘি থেকে সুজন আলী (৩০) নামে প্রতিবন্ধী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সুজন উপজেলা সদরের জামাল উদ্দিনের ছেলে। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, মৃতের পরিবার জানিয়েছে বুধবার ভোর থেকে নিখোঁজ ছিল সুজন। তার পরিবারের সদস্যদের দেয়া তথ্য মতে, প্রতিদিন ভোরে গ্রামের বিভিন্ন পুকুরে ঘুরে বেড়াতেন সুজন। পুকুরে ঘুরে ঘুরে মরা মাছ সংগ্রহ করে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতেন তিনি। বুধবার ভোরে মরা মাছ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফিরে আসেননি। ঝিনাইদহে যুবক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, হরিণাকুন্ডুতে ধানখেত থেকে আলামিন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের মাঠের একটি ধানখেত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গ্রামের দোয়ারমাঠের একটি ধানখেতে ভবানীপুর গ্রামের আলামিন নামের এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্টাফ রিপোর্টর ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নবীনগরে প্রবাসী হানিফ মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নুরজাহানপুর গ্রামের ডুবরাজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের ডোবা থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রবাসীর পরিবার ও পুলিশ জানান, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি হানিফ মিয়া। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবার পাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ডোবার পার থেকে তার মরদেহটি উদ্ধার করে। মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঘিওর উপজেলার কুস্তা গ্রামে বাবলি আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে বাবলির শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবলির স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন বাবলিকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। বাবলি কুস্তা গ্রামে প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী ও চর ঘিওর গ্রামের বাদল মিয়ার মেয়ে। নিহত বাবলির খালা আসমা আক্তার জানান, গত দুই বছর আগে সাইফুলের সঙ্গে বাবলির পারিবারিকভাবে বিয়ে হয়। বাবলির স্বামী বিদেশে থাকে। বিয়ের কিছুদিন পর থেকেই বাবলির শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে দুর্ব্যবহার করত। বুধবার সন্ধ্যার পরে তারা জানতে পারে বাবলি আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে বাবলির মরদেহ তারা পায়নি। শ্বশুরবাড়ি থেকে জানানো হয় তার মরদেহ থানায় নিয়ে গেছে। শ্বশুরবাড়ির লোকজন বাবলির মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেছে। তারা প্রথমে বলেছে বাবলি বজ্রপাতে মারা গেছে। পরে আবার বলে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, বাবলিকে পরিকল্পিতভাবে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার নাটক সাজিয়েছে। বাগেরহাটে গৃহবধূ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুমি বেগম পুতুল (২৬) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বাড়ি থেকে ২শ’ গজ দূরে মৎস্য ঘেরে নারকেল গাছের পাতা দিয়ে তার লাশ ঢাকা ছিল। এক সন্তানের জননী পুতুল বেগম রাতে খাওয়ার পর তার স্বামীর সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন। বেড়াতে আসা তার ছোট বোন সুমাইয়া আক্তার এদিন তাদের বাড়িতে ছিলেন। পুতুল বেগমের মা আকলিমা বেগম দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এর সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করেন।
×