ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তদন্তে পিবিআই

প্রকাশিত: ২৩:২৬, ১৫ অক্টোবর ২০২০

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তদন্তে পিবিআই

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক লাইভে এসে ধর্ষণ মামলার বাদী ঢাবি ছাত্রীকে ‘দুশ্চরিত্রা’ আখ্যায়িত করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ভুক্তভোগী সেই শিক্ষার্থী। এদিকে মামলাটি আমলে নিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই মামলা তদন্ত করে আগামী ২৯ নবেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে সকালে নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মামলায় ওই ছাত্রী আদালতের কাছে অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ১১ অক্টোবর তাকে দুশ্চরিত্রা হিসেবে অভিহিত করেছেন নুরুল হক, যা মিথ্যা, মানহানিকর ও অপমানজনক। এ আদালতের পেশকার শামীম আল মামুন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় করা মামলার আরজিতে দুইজনকে সাক্ষী করা হয়েছে। বিচারক ওই শিক্ষার্থীর জবানবন্দী নিয়ে আগামী ২৯ নবেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানান শামীম আল মামুন। এর আগে ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলার আসামিদের ধরতে রবিবার মধ্যরাতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানের মধ্যে ফেসবুক লাইভে এসে ঘণ্টাখানেকের বেশি সময় কথা বলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর। অথচ তাকে গত কিছুদিন ধরে নিয়মিত ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচীতে দেখা যাচ্ছে। নূর ভিডিও বার্তায় দেয়া বক্তব্যের এক পর্যায়ে মামলার বাদীর ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলে নূর বলেন, ‘একেবারেই হাস্যরসাত্মক, ছিঃ! আমরা ধিক্কার জানাই যে, এত নাটক করছে, যেই দুশ্চরিত্রা। যে ধর্ষণের নাটক করছে। সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ছাত্রী। তিনি জানান, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের দুইদিনের রিমান্ডও মঞ্জুর করেছেন। সেক্ষেত্রে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। তবে বাকি যে কয়জন (৬ জন) আসামি রয়েছে তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করার দাবি জানাই। সবাইকে গ্রেফতার করা পর্যন্ত আমি এখানে অবস্থান করব। ছাত্রী অভিযোগ করেছেন, ফেসবুক লাইভে ডাকসু সাবেক ভিপি নূর যে বক্তব্য দিয়েছেন তার মাধ্যমে তিনি এক রকম ধর্ষণের বৈধতা দিচ্ছেন। একাত্তর টিভির বিরুদ্ধে নূরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান ডিইউজের ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে ধর্ষণকা-ের সহযোগী হিসেবে অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের একাত্তর টেলিভিশন বয়কটের ডাক দেয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার এক বিবৃতিতে ডিইউজের দুই নেতা বলেন, কোন টেলিভিশনের টকশোর আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নূর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন। সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগতভাবে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নূর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন। ডিইউজে নেতারা বলেন, একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে নূরের আহ্বান থেকে সরে এসে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।
×