ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অধ্যাপক হাসান আবদুল কাইয়ূমের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৩:২৫, ৮ অক্টোবর ২০২০

অধ্যাপক হাসান আবদুল কাইয়ূমের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ অক্টোবর ॥ শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরিফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আল্লামা শাহ সুফি আলহাজ আবুল হাসান মুহাম্মদ আবদুল কাইয়ূমের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর জেলার শ্রীপুরের দ্বারিয়াপুর দরবার শরিফ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুম হাসান আবদুল কাইয়ূমের ছেলে বর্তমান গদ্দীনশীন পীর আরিফ বিল্লাহ মিঠু। এর আগে সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।
×