ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২১:১৬, ৬ অক্টোবর ২০২০

টুকরো খবর

যৌন পীড়ন ॥ পোশাক কর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সাড়ে ৩ বছরের শিশুকে যৌন পীড়নের অভিযোগে সোমবার ভোরে পোশাক কর্মী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম- নাজমুল হোসেন। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জের মাতাব্বর পাড়া এলাকার আরিফ মাতাব্বরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এক কারখানায় চাকরি করে নাজমুল। একই বাড়িতে সাড়ে ৩ বছরের মেয়ে সন্তানকে নিয়ে ভাড়া থাকেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বলরাম এলাকার একটি পরিবার। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় ওই পরিবারের সঙ্গে শহিদুলের সখ্যতা গড়ে উঠে। এর সুবাধে শিশুটি নাজমুলের কক্ষে যাতায়াত করত। শনিবার সকালে নাজমুল প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ অক্টোবর ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় শ্রীরাম মাঝির ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ওই ট্রলারের রাধেসাম (৩২) ও সমীর দাস (৪০) নামে দুই জেলে দগ্ধ হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার সময় ট্রলারে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ জেলেদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নারী-শিশু ধর্ষণের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ অক্টোবর ॥ সাপাহারে উপজেলা নারী ও শিশু নির্যাতন ফোরামের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। দেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে কয়েক শ’ নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, ফোরামের সভাপতি নারী নেত্রী হাসিনা বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, উপদেষ্টা ম-লীর সদস্য নুরুল হক মাস্টার, মহিদুল ইসলাম মধু প্রমুখ উপস্থিত ছিলেন। নরসুন্দা নদী রক্ষার দাবি সংবাদদাতা, নান্দাইল, ৫ অক্টোবর ॥ নান্দাইল সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রবাহিত নরসুন্দা নদী দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়। জানা গেছে, সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ কর্মসূচী পালনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। অস্ত্রসহ আওয়ামী লীগ নেতার ছেলে আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ অক্টোবর ॥ তাড়াইলে একটি বিদেশী রিভলবারসহ মোঃ ফখরুল আলম মুক্তার (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে। রবিবার রাতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিম তাড়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জানান, তাড়াইলের চিহ্নিত মাদক বিক্রেতা ফখরুল আলম মুক্তার এর আগে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে ৪৭০ ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল। ওইদিন রাতে অবৈধ অস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে তাকে আবারও আটক করা হয়। এ সময় মুক্তারের কাছ থেকে একটি বিদেশী (মেইড ইন ইংল্যান্ড লেখা) রিভলবার উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
×