ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইনজীবী ভবনে হামলায় জড়িতদের শাস্তি দাবি

প্রকাশিত: ২১:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২০

আইনজীবী ভবনে হামলায় জড়িতদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে নির্মাণাধীন আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর ফলক, নির্মাণসামগ্রী রাখার বেড়া ও গেট ভেঙ্গে ফেলা, মালামাল লুট ও ভবনের পাহারাদারের ওপর হামলার ঘটনায় আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভাংচুর ও হামলায় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু বলেন, জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী মানববন্ধন শেষে স্মারকলিপি জেলা ও দায়রা জজের কাছে দিয়েছি। মাদক কারবারির নতুন তালিকা করে কঠোর ব্যবস্থা ॥ ডিআইজি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদক কারবারিদের নতুন তালিকা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি জানান, সীমান্ত দিয়ে কিভাবে মাদক চোরাচালান হয়, কিভাবে তা রোধ করা যায়, তার জন্য কঠোরভাবে কাজ করা হবে। ইতোমধ্যে সেই লক্ষ্যে পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
×