ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ

অবৈধ সংযোগ দেয়ায় বিদ্যুত মিস্ত্রি গ্রেফতার ॥ দু’দিনের রিমান্ড

প্রকাশিত: ২১:১৩, ২১ সেপ্টেম্বর ২০২০

অবৈধ সংযোগ দেয়ায় বিদ্যুত মিস্ত্রি গ্রেফতার ॥ দু’দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন (৪২) নামে স্থানীয় এক বিদ্যুতের মিস্ত্রিকে (ইলেকট্রিশিয়ান) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। মসজিদে অবৈধ বিদ্যুত সংযোগ দেয়ার অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীসহ নয়জনকে গ্রেফতার করল সিআইডি পুলিশ। রবিবার বিকেলে গ্রেফতারকৃত বিদ্যুতের মিস্ত্রি মোবারক হোসেনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করা হলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। সিআইডি’র নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ জানান, পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে দুটি বিদ্যুতের লাইনের সংযোগ রয়েছে। এর মধ্যে একটি বিদ্যুত সংযোগ বৈধ এবং অন্যটি অবৈধ। অবৈধ বিদ্যুত সংযোগটি দেয়ার অভিযোগে স্থানীয় বিদ্যুতের মিস্ত্রি মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, মোবারক হোসেনকে জিজ্ঞাবাসাদ করতে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ অবৈধ বিদ্যুত সংযোগের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে মোবারককে জিজ্ঞাসাবাদ করা হবে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, রবিবার বিকেলে পশ্চিম তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত বিদ্যুতে মিস্ত্রি মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পুলিশ পাঁচদিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে মোবারক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে পশ্চিম তল্লার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ফতুল্লা অঞ্চলের চার প্রকৌশলীসহ আট কর্মকর্তা-কর্মচারীকে শনিবার গ্রেফতার করে সিআইডি। পরে তাদের আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×