ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সৈয়দ জামিলের নয়া নাটকের মহড়া চলছে ফরিদপুরে

প্রকাশিত: ২৩:১৪, ২০ সেপ্টেম্বর ২০২০

সৈয়দ জামিলের নয়া নাটকের মহড়া চলছে ফরিদপুরে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চনাটকের একদল শিল্পী এখন অবস্থান করছেন ফরিদপুরে। সেখানকার আলফাডাঙ্গা উপজেলার একটি সরকারী ডাক বাংলোয় চলছে তাদের অনুশীলন। প্রতিদিন নিয়ম করে সকাল থেকে বিকেলঅবধি অনুষ্ঠিত হচ্ছে মহড়া। এই মহড়ার উপলক্ষটি হচ্ছে মঞ্চে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। খ্যাতিমান এই নির্দেশকের নিদের্শনায় স্পর্ধা নামের রেপার্টরি নাট্যল নিয়ে আসছে ‘মন্ত্রাস ৪.৪৮’ শিরোনামের নাটকটি। বিষণœতা বা মনোবৈকল্যের বিষয়কে উপজীব্য করে নির্মিত হবে নাটকটি। আগামী ডিসেম্বর মাসে প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়নের তথ্য জানিয়েছেন স্পর্ধার প্রতিষ্ঠাতা সদস্য মহসিনা আক্তার। মহসিনা আক্তার জনকণ্ঠকে বলেন, যুক্তরাজ্যের নাট্যকার সারা কেইন রচিত একটি পোস্ট-মডার্ন নাটক ‘ফোর পয়েন্ট ফোর এইট : সাইকোসিস’। এই নাটকটিই বাংলা ভাষায় রূপান্তরের মাধ্যমে মঞ্চে আনছে স্পর্ধা। নির্দেশনা দিচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। মহামারীর পরিস্থিতি বিবেচনায় ঢাকার পরিবর্তে ফরিদপুরে এই নাটকের ক্যাম্প করা হয়েছে। সংক্রমণের বিবেচনায় ঢাকার তুলনায় ফরিদপুর অনেক বেশি নিরাপদ। সে কারণেই ১৪ সেপ্টেম্বর থেকে এখানকার একটি ডাক বাংলোয় মহড়া চলছে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। আশা করছি আগামী ডিসেম্বর মাসে ঢাকার মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। কারণ, এর আগে গত মার্চ মাস থেকেই নতুন প্রযোজনাটি মঞ্চে আনার প্রক্রিয়া শুরু হয়। সেই সময় মে মাসে উদ্বোধনী মঞ্চায়নের লক্ষ্য নির্ধারিত হলেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। এই অভিনয়শিল্পী জানান, ‘মন্ত্রাস ৪.৪৮’ নাটকে কোন ধারাবাহিক গল্প নেই। সেই অর্থে চরিত্রেরও উল্লেখ নেই। মূলত বিষণœতা বা মনোবৈকল্য হচ্ছে এ নাটকের মূল উপজীব্য। গল্পের সিঁড়ি বেয়ে বর্ণিত হবে সুস্থ থাকার নেপথ্যের প্রতিবন্ধকতার বিবরণী। সেই সুবাদে বিষণœতায় ভোগা মানুষের ক্ষোভ বা ক্রোধের কথা উচ্চারিত হবে নাটকের গল্পে। সেই সঙ্গে প্রকাশিত হবে ভগ্নদশা মানসিক অবস্থা থেকে মানুষের পরিত্রাণ পাওয়ার আকুতি। সব মিলিয়ে একটি তীক্ষè বোধের এক কাহিনী উঠে আসবে এই প্রযোজনায়। সাতটি চরিত্রের রূপায়নে নির্মিত হবে নাটকটি। এই চরিত্রগুলোয় অভিনয় করবেন সোহেল রানা, মহসিনা আক্তার, কৌশিক বিশ্বাস, ইরফান উদ্দিন, শারমিন আক্তার শর্মী, মুর্তাজা জোবায়ের শুভ প্রমুখ। সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নামের প্রথম প্রযোজনা মঞ্চে এনেছে স্পর্ধা। ‘মন্ত্রাস ৪.৪৮’ হবে এ দলের দ্বিতীয় প্রযোজনা। সংশোধনী : গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ‘দশ কীর্তিমান নারী পাচ্ছেন অনন্য সম্মাননা’ শিরোনামে পদকপ্রাপ্ত শ্রীমতি সাহার নামের আগে ‘মরণোত্তর’ ছাপা হয়েছিল। আসলে তিনি জীবিত আছেন। তিনি দানবীর রণদা প্রসাদ সাহার একমাত্র পুত্রবধূ।
×