ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ২০:১০, ৭ সেপ্টেম্বর ২০২০

রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সুজাত ঢালী (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের নুরু ঢালীর ছেলে এবং ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার বাহেরচর-গণ্ডাদুলা সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময়ে বাহেরচর থেকে মোটরসাইকেল চালিয়ে গণ্ডাদুলা যাচ্ছিল সুজাত। দুই আরোহী নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক খালিদ আকনও সেদিকে যাচ্ছিল। হঠাৎ দুটি গাড়ির সংঘর্ষ হয়। এতে সুজাত ও চালক খালিদসহ চারজন আহত হয়। তাৎক্ষণিক তাদের রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত সুজাত ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য কোড়ালিয়া রওনা দিলে পথে সুজাত মারা যায়। সিলেটে নারী স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় এক মহিলা নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বিবি (৫৫) গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। জানা যায়, রবিবার জাফলংগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রহিমা বিবিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে জানান, বাসের চাপায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশপ্রহরী ছিলেন তিনি। রবিবার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকার তিন রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ছুরুক মিয়ার ছেলে। জানা গেছে, মোটরসাইকেলযোগে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছিলেন সাইফুল। তিন রাস্তার মুখে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচরে যায়। পরে আহত সাইফুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×