ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন ॥ কাদের

প্রকাশিত: ২৩:০১, ৬ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন। অপরাধ করে কাউকে পার পেয়ে যেতে দেননি শেখ হাসিনা। আমরা কারো হাতে ইস্যু তুলে দিতে চাই না। সরকার আগেই ঘোষণা করেছে, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। ইতোপূর্বে বিভিন্ন ঘটনায় দলমতের উর্ধে উঠে সরকারের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিশ্বজিৎ, বগুড়ার ইমরান, বুয়েটের আবরার ও ফেনীর নুসরাতসহ প্রতিটি হত্যাকা-ে দলমতের উর্ধে উঠে ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা নিয়েছে শাহজাদপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে। সেখানে আমাদের নির্বাচিত মেয়রকেও জেলে যেতে হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের কোন কোন এমপির বিরুদ্ধেও মামলা চলছে। শনিবার ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাঙালীর চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সংসদ ভবন এলাকার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্স সভায় যুক্ত হন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ক্ষমতায় আমলে নিজেদের দলের লোককে শাস্তি দিয়েছেন এমন একটা প্রমাণ কি দেখাতে পারবেন? বিএনপি প্রেস রিলিজ দিয়ে বিচার চাওয়ার আগেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনওর ওপর হামলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। নেয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থা। তিনি আরও বলেন, মনে রাখবেন দেশ ও জনগণের প্রতি কমিটমেন্ট আছে বলেই শেখ হাসিনা সরকার এ ধরনের ঘটনায় সবার আগে রেসপন্স করে। আমরা কারো হাতে ইস্যু তুলে দিতে চাই না। সরকার আগেই ঘোষণা করেছে, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা সরকারের সদিচ্ছা ও সাহসী ভূমিকা দেখতে পান না। তারা পূর্ণিমার রাতেও অমানিশার অন্ধকার দেখতে পায়। তাদের দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমেছে বলেই সরকারের সাহসী ও শুভ উদ্যোগ তারা দেখতে পান না। আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে দলটি জন আস্থা হারিয়েছে। তাই গভীর হতাশায় মাঝেমধ্যে আড়াল থেকে হাঁক ছাড়েন। যা আষাঢ়ের তর্জনগর্জন, এতে জনগণ বিভ্রান্ত হয় না। ২১ আগস্টের হত্যাকা- রাজনীতিতে পারস্পরিক সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়ালকে আরও উঁচু করে দিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিভেদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে দেয়াল আর দেয়াল। কিন্তু আমরা এই বিভেদের দেয়াল চাই না। চাই সোহার্দ্য- সম্প্রীতির সেতুবন্ধন। বিভেদ আমাদের পিছিয়ে দেবে। কিন্তু সম্প্রীতি এগিয়ে নেবে অর্জনের সোনালি দিগন্তে। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট এটাকে মসজিদে সরবরাহকৃত গ্যাস লাইন লিকেজ এবং মসজিদের এসির গ্যাস বিস্ফোরণ বলে মনে করছেন। দগ্ধদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
×